স্টাফরিপোর্টার,নীলফামারী॥ জেলায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক দুই দিনের কর্মশালা শুরু হয়েছে। রবিবার(১৯ নবেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের জোড়দরগাহ এলাকায় অবস্থিত আখতারুল হাবিব প্রশিক্ষণ কেন্দ্রে কর্মশালার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।
দাতা সংস্থা ডিয়াকোনিয়া ও উদয়াঙ্কুর সেবা সংস্থার সহযোগিতায় কর্মশালার আয়োজন করে নীলফামারী প্রেসক্লাব।
উদ্বোধনী অনুষ্ঠানে নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববীর সভাপতিত্বে বক্তৃতা দেন সহসভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান, ইউএসএস এর নির্বাহী পরিচালক ভুবন চন্দ্র রায়, জেন্ডার সমতা উন্নয়ন প্রকল্পের সমন্বয়কারী শাহনাজ বেগম প্রমুখ।
দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালা পরিচালনা করেন উন্নয়ন কর্মী ও ইউএসএস এর সাবেক নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী। জেলায় কর্মরত ২০জন গণমাধ্যমকর্মীর অংশগ্রহণে কর্মশালাটি সমাপ্ত হবে সোমবার(২০ নবেম্বর) বিকালে।