আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

নীলফামারী সদর উপজেলায় যারা চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যান হলেন

বুধবার, ২৯ মে ২০২৪, রাত ১০:৩৩

Advertisement Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বুধবার(২৯ মে) নীলফামারী জেলার সদর উপজলায় ভোটগ্রহণ হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ভোটগ্রহণ ও ভোট গণনা শেষে রাত সাড়ে ৮টার দিকে বেসরকারীভাবে ফলাফল ঘোষনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান।

চারজন প্রার্থীর মধ্যে ৪৮ হাজার ৫৩৯ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নীলফামারী সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান (আনারস)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ স¤পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান ঘোড়া প্রতীকের দীপক চক্রবর্তী পেয়েছেন ২৮ হাজার ৪৬ ভোট। 
অপর দুইজন চেয়ারম্যান প্রার্থী জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি তপন কুমার রায় (হাতুড়ি) ৩ হাজার ৬০৭ ও জেলা জাতীয় পার্টির সদস্য তরিকুল ইসলাম (লাঙ্গল) ১ হাজার ৩৯৭ ভোট পান।

এদিকে ভাইসচেয়ারম্যান পদে ৫জন প্রার্থীর মধ্য টিয়াপাখি প্রতীকের স্বেচ্ছাসেবকলীগ নেতা জ্যোতির্ময় রায় খোকন ২২ হাজার ৪৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্রমিকলীগের সদস্য হর্ষবর্ধন রায় চশমা প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৯৬ ভোট।
অপর তিনজন প্রার্থী মোঃ আক্তারুজ্জামান (তালা) ১৩ হাজার ৬২৬ ভোট, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ আরিফ হোসেন (উড়োজাহাজ) ১৩ হাজার ৩৬৮ ও অনিমেষ রায় (টিউবওয়েল) ৮ হাজার ৪৭৫ ভোট পেয়েছেন। 

অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনের মধ্যে জেলা যুব মহিলা লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান প্রজাপতি প্রতীকের সান্তনা চক্রবর্তী বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা যুব আওয়ামীলীগের সহ সভাপতি আরিফা সুলতানা লাভলী ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ২৫ হাজার ৫০ ভোট। 
অপর দুইজন প্রার্থী শিউলি আক্তার বানু (হাঁস) ১৪ হাজার ৭২৩ ও জেসমিন আক্তার সাথী (কলস) ৫ হাজার ৪৫২ ভোট পান। 
উল্লেখ যে, উপজেলায় মোট ভোটার সংখ্যা তিন লাখ ৬৩ হাজার ৭৩৪। সেখানে পড়েছে ৮৩ হাজার ৭০৩ ভোট। ভোটের শতকরা হার ২৩ ভাগ। 
প্রকাশ্য যে, নীলফামারী জেলা ৬ উপজেলার মধ্যে গত ৮ মে প্রথম ধাপে ডোমার ও ডিমলা, গত ২১ মে দ্বিতীয় ধাপে সৈয়দপুর, কিশোরীগঞ্জ ও জলঢাকা উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন


Link copied