স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রধান অফিস সহকারী, বিশিষ্ট সমাজ সেবক শহরের কলেজ পাড়া নিবাসী আলহাজ¦ আলতাফ হোসেন (৯৩) বার্ধক্যজনিত কারনে আজ শনিবার(১৪ জানুয়ারী) সকাল ১১টার দিকে নিজ বাসভাবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী চার ছেলে দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল রবিবার(১৫ জানুয়ারী) সকাল ১০টায় নীলফামারী সরকারি কলেজ মাঠে নামাজে জানাজা শেষে ধনীপাড়া সড়কে পারিবারিক কবরস্থনে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।
আলতাফ হোসেনের মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, পৌর মেয়র দেওয়া কামাল আহমেদ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।