আর্কাইভ  সোমবার ● ২৯ এপ্রিল ২০২৪ ● ১৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   সোমবার ● ২৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: ৫ জেলার স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা       জলঢাকা পৌর মেয়র পদের উপনির্বাচনে জয়ী নাসিব সাদিক নোভা       সৈয়দপুর পৌর মেয়রের অপসারণে বিক্ষোভ-সমাবেশ       নানা কর্মসূচিতে নীলফামারীতে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস       হাতীবান্ধায় গাছ থেকে আওয়ামীলীগ নেতার  ঝুলন্ত লাশ উদ্ধার      

 width=
 

পঞ্চগড়ে ২০ প্রার্থীর মনোনয় দাখিল, আশা সুষ্টু নির্বাচনের

শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩, দুপুর ১১:৩৫

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড় দুইটি আসনে ২০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত পঞ্চগড় জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার জহুরুল ইসলামের কার্যালয়ে নিজ নিজ দলের প্রার্থীরা এসে মনোনয়ন পত্র দাখিল করেন।

জানা গেছে পঞ্চগড়-১ আসনে আওয়ামীলীগের নৌকার প্রার্থী নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা, জাতীয় পাটির আবু সালেক ও আব্দুর রহিম, জাকের পাটির সুমন রানা ও আনিসুর রহমান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু তোয়বুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মশিউর রহমান বাবুল, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ফারুক আহাম্মদ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের সিরাজুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বি.এস.পি) আব্দুল ওয়াদুদ (বাদশা), বাংলাদেশ জাতীয় পার্টির মিলটন রায়, মুক্তিজোটের আব্দুল মজিদ, স্বতন্ত্র হিসেবে আকতারুল ইসলাম সহ মোট ১৫ জন  প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করছেন।

এদিকে পঞ্চগড়-২ আসনে আওয়ামীলীগের নৌকার প্রার্থী রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, জাতীয় পার্টির লুৎফর রহমান রিপন, তৃণমুল বিএনপির প্রার্থী আব্দুল আজিজ, জাকের পার্টির প্রার্থী শাহ আলম, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) আহমাদ রেজা ফারুকী সহ মোট ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করছেন।

পঞ্চগড়-১ আসনে নির্বাচনে অংশগ্রহণে মনোনয় পত্র জমা শেষে সাংবাদিকদের প্রশ্নে স্বতন্ত্র প্রার্থীরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেয়ায় তারা অংশগ্রহণ করছেন। এর মাঝে দলীয় কোন সিদ্ধান্ত আসলে পরবর্তী অবস্থা ভেবে দেখবেন বলেও জানান তারা। তবে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের আশা করছেন অন্যান্য দলের প্রার্থীরা।

পঞ্চগড় জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার জহুরুল ইসলাম জানান, পঞ্চগড়ের দুইটি আসনে মোট ২০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা করেছেন। আমরা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সব ধরণের কাজ চলমান রেখেছি।

মন্তব্য করুন


 

Link copied