স্টাফ রিপোর্টার, নীলফামারী: স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পূর্ণ হয়েছে। মুজিববর্ষ ও বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে আজ বৃহস্পতিবার(৩০ ডিসেম্বর) দিনবাপী নীলফামারীতে জেলা যুবলীগ ও সদর উপজেলা আওয়ামী লীগ পৃথকভাবে নানান আয়োজনে বিজয় উল্লাসের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর। এ সব অনুষ্ঠানে নুর বলেন, বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতা সংগ্রামের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয়, অনেক রক্তের বিনিময়ে অর্জিত। দীর্ঘ ৯ মাস যুদ্ধের মাধ্যমে বিজয় অর্জন, দীর্ঘ পঞ্চাশ বছরে প্রাপ্তির হিসেব, সমৃদ্ধ, গৌরবময়কে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বেলা ১২টায় নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে চৌরঙ্গী মোড়ের দলীয় কার্যালয়ে আসাদুজ্জামান নুর এমপি উদ্ধোধন করেন ‘মুজিব কর্ণার ও লাইব্রেরী’। এরপর শহরের ৬ কিলোমিটার জুড়ে বের করা হয় আসাদুজ্জামান নুর এমপির নেতৃত্বে পাঁচশতাধিক নেতাকর্মীদের অংশগ্রহনে ৫০০ জাতীয় পতাকা ও ৫০০ বাইসাইকেল নিয়ে শোভাযাত্রা। এমপি নুর বাইসাইকেল চালিয়ে ৬ কিলোমিটার পথ প্রদক্ষিন করেন।
বেলা ২টায় জেলা যুবলীগের আয়োজনে বিশাল বিজয় র্যালীটি স্থানীয় শহীদ মিনার চত্বর থেকে বের হয়ে শহর প্রদক্ষিন শেষে বড় মাঠে শেষ হয়। এটিরও নেতৃত্ব দেন আসাদুজ্জামান নুর এমপি। এরপর বড় মাঠে অনুষ্ঠিত হয় শত যুবকের অংশগহনে শত মিটার দৌড় প্রতিযোগীতা। এরপর প্রীতি ফুটবল ম্যাচ শেষে পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসব অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারন সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সভাপতি আবুজার রহমান, সাধারন সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মোসফিকুল ইসলাম রিন্টু, সাধারন সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্র নাথ বর্ধন বাপী, সাধারন সম্পাদক শাহিদ মাহমুদ সহ জেলা উপজেলা আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের নেতাকমীরা।