জেলা প্রতিনিধি, লালমনিরহাট: পিকনিকে যাওয়ার পথে বাসের জ্বানালায় মুখ বের করে বিদ্যুৎ এর খুটিতে ধাক্কা লেগে মশিউর রহমান নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (১২ মার্চ) দুপুরে লালমনিরহাটের সুকানদিঘী নুরে সাকিনা ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক বনভোজনে দিনাজপুর স্বপ্নপুরী যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত মশিউর রহমান কাকিনা ইউনিয়নের বিধুয়ার মাল্লি এলাকার একেবার আলীর ছেলে।
জানা যায়, রোববার নুরে সাকিনা ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী দিনাজপুরের স্বপ্নপুরী শিক্ষা সফরের উদ্দেশ্যে একটি বাস রওনা করেন। বেলা সাড়ে ১১ টার দিকে স্বপ্নপুরীর কাছাকাছি বাসটি পৌঁছিলে বাসের জ্বানালা দিয়ে ওই শিক্ষার্থী মাথা বের করে দেখতে চাইলে হঠাৎ বিদ্যুতের খুঁটিতে মাথা ধাক্কা লাগে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসূল উত্তর বাংলা'কে জানান, এ বিষয়ে নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।