আর্কাইভ  মঙ্গলবার ● ৪ নভেম্বর ২০২৫ ● ২০ কার্তিক ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ৪ নভেম্বর ২০২৫
আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় হবে : মাহফুজ আলম

আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় হবে : মাহফুজ আলম

বিএনপির মনোনয়ন পেলেন যেসব নারী প্রার্থীরা

বিএনপির মনোনয়ন পেলেন যেসব নারী প্রার্থীরা

রংপুর বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন যারা

রংপুর বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন যারা

৩৯ বছর আগে হারানো আসন উদ্ধারে রংপুরে ৬টি আসনে বিএনপির প্রার্থী যারা

৩৯ বছর আগে হারানো আসন উদ্ধারে রংপুরে ৬টি আসনে বিএনপির প্রার্থী যারা

বিএনপির প্রার্থীর প্রাথমিক তালিকায় নেই বেবী নাজনীন

সোমবার, ৩ নভেম্বর ২০২৫, রাত ১১:৪০

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য দলের একক প্রার্থী ঘোষণা করছে বিএনপি। প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থী মনোনীত এবং প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। এই প্রাথমিক তালিকায় বিএনপির চেয়ারপার্সেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পর্ষদের সদস্য বিশিষ্ট কন্ঠশিল্পী বেবী নাজনীনের নাম দেখা যায়নি।

বেবী নাজনীনের এলাকা নীলফামারী ৪ (সৈয়দপুর-কিশোরীগঞ্জ)। নীলফামারী চারটি আসনের মধ্যে নীলফামারী ২ (সদর) ও নীলফামারী ৪ আসনে প্রার্থী ঘোষণা করেছে দলটি। তবে নীলফামারী ১ ও নীলফামারী ৩ আসন খালি রাখা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থী তালিকা ঘোষণা করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জনপ্রিয় কন্ঠশিল্পী বেবী নাজনীনের সমর্থকরা সম্ভাব্য তালিকায় তার নাম দেখতে না পেয়ে কোন মন্তব্য না করলেও হতাশায় পড়েছে বলে জানা যায়।

সূত্র মতে, ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশায় বেবী নাজনীন ব্যাপক জনসংযোগ ও সভাসমাবেশ করে যাচ্ছিলেন। তার জনসংযোগ ও সভাসমাবেশে প্রচুর সমাগমও দেখা গিয়েছিল। বেবী নাজনীনের পক্ষে জনসংযোগে অংশ নিয়েছিলেন সৈয়দপুর ও কিশোরীগঞ্জ উপজেলার সকল বিএনপির নেতাকর্মীরা। এমনকি সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকারও ছিলেন বেবী নাজনীনের পাশে। সেখানে সম্ভাব্য প্রার্থী তালিকায় বেবী নাজনীনের নাম আসেনি। এসেছে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের। তবে এ বিষয়ে স্থানীয় বিএনপির কোন নেতাকর্মী কোন মন্তব্য করতে রাজি হননি।

জনসংযোগে মনোনয়ন প্রত্যাশায় বেবী নাজনীন বলেছিলেন, আমার জন্মস্থান নীলফামারীর সৈয়দপুর। তাই নীলফামারী ৪ আসনটি আমার জন্মভুমি।আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই। দেশ আমাদের সবার। আমাদের দেশের প্রতি ভালোবাসা চিরন্তন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেবী নাজনীন বলেছিলেন, রাজনীতি নিয়ে আমার কোনো ক্ষোভ নেই। দলের (বিএনপি) সঙ্গে ছিলাম, দলের সঙ্গে আছি। অসংখ্য তাজা প্রাণের বিনিময়ে বাংলাদেশ নতুন স্বাধীনতা পেয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হয়েছে। আমি আমার সাধ্যমতো ছাত্র-জনতার পাশে থাকব। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে বেবী নাজনীন উল্লেখ করে বলেছিলেন সমৃদ্ধ বাংলাদেশ গড়া আমাদের অঙ্গীকার। আমার জন্মভ‚মির জন্য কিছু করতে চাই।

সংগীতের পাশাপাশি বিএনপির রাজনীতিতে সক্রিয় বেবী নাজনীন। ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের(২০২৪) ১০ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন তিনি।

একটি সুত্র জানায়, ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনেও নীলফামারী-৪ আসনে বেবী নাজনীন বিএনপির মনোনয়ন চেয়েছিলেন। এজন্য বেবী নাজনীন বিএনপি থেকে মনোনয়নের জন্য ফরম সংগ্রহ করেছিলেন এবং মনোনয়নপত্র দাখিলও করেছিলেন। কিন্তু তাকে বিকল্প প্রার্থী হিসেবে রেখে ওই সময় তৎকালিক সৈয়দপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক সৈয়দপুর পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন সরকারকে মনোনয়ন দেয় বিএনপি। আমজাদ হোসেন সরকার ওই সময় সৈয়দপুর পৌরসভার মেয়র পদে থেকেই নির্বাচন করতে চেয়েছিলেন। কিন্তু নিয়ম না থাকায় নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিল করে দেন। তখন বেবী নাজনীনকে বিএনপির পক্ষে প্রার্থী ঘোষনা করা হয়েছিল। কিন্তু বেবী নাজনীন পরবর্তিতে নির্বাচন না করে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। 

মন্তব্য করুন


Link copied