নীলফামারী: ৫২ তম মহান বিজয় দিবস উপলক্ষে ও স্বাধীনতা যুদ্ধে শহীদদের রুহের মাগফেরাতে নীলফামারী দারুল হুদা মডেল মাদ্রাসা প্রাঙ্গনে দোয়া ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) বাদ এশা শহরের দেবীরডাঙ্গা বাজার সংলগ্ন মাদ্রাসায় অভিভাবকবৃন্দ ও যুবসমাজের আয়োজনে ওই আয়োজন অনুষ্ঠিত হয়। ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসাবে ওয়াজ ও দোয়া করেন রাজশাহীর হাফেজ ক্বারী মাওলানা হুমায়ুন আহমাদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।
বিশেষ মুফাসসির হিসেবে ছিলেন নীলফামারীর হযরত মাওলানা হাফেজ রবিউল ইসলাম, হযরত মাওলানা মজিবুর রহমান।
সভাপতিত্ব করেন দারুল হুদা মডেল মাদ্রাসার পরিচালক মুফতি হাফেজ মাওলানা নাজমুল হুদা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই দোয়া মাহফিল আমাদের বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন ও কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে করা হয়েছে। দেশের যেসব বীর সন্তানদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের মহান স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীন দেশের গর্বিত নাগরিক হিসেবে বসবাস করতে পারছি, তাদের ঋণ আমরা কখনও শোধ করতে পারব না।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী সকল শহীদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মোনাজাতে স্বাধীনতার ৫২তম বছরে মহান বিজয়ের মাসে জাতির পিতা, তার পরিবারের সকল শহীদ সদস্য, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদ, দুই লাখ নির্যাতিতা মা-বোনসহ সকল শহীদ মুক্তিযোদ্ধার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একইসঙ্গে জীবিত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করা হয়।