আর্কাইভ  বৃহস্পতিবার ● ২০ নভেম্বর ২০২৫ ● ৬ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২০ নভেম্বর ২০২৫

বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে

মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১, সকাল ০৯:১৯

Advertisement

ডেস্ক: ঢাকাসহ দেশের চার বিভাগের দুই এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (২৫ অক্টোবর) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ গণমাধ্যমকে বলেন, সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় আগামী দু’দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এছাড়া বিভিন্ন এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টির পরিমাণ দক্ষিণাঞ্চলে বাড়তে পারে।

 

মন্তব্য করুন


Link copied