আর্কাইভ  শুক্রবার ● ৪ জুলাই ২০২৫ ● ২০ আষাঢ় ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ৪ জুলাই ২০২৫

বেসরকারি অফিসের সময়ও কমানো হতে পারে

বুধবার, ২৪ আগস্ট ২০২২, সকাল ০৯:৪৬

Ad

ডেস্ক: বেসরকারি অফিসের সময় কমানো হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। আজ বুধবার সকালে সচিবালয়ে নিজ অফিসে তিনি এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, বেসরকারি অফিসের সময় কমানোর বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আলাপ আলোচনা চলছে। সরকারি অফিসের অফিসের সময় কমানো হয়েছে। বেসরকারি অফিসের সময় কমানো হতে পারে। এটা নিয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হবে।

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সময়সূচি নিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, ২৪ আগস্ট থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস চলবে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের দাপ্তরিক সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

মন্তব্য করুন


Link copied