আর্কাইভ  বৃহস্পতিবার ● ১১ সেপ্টেম্বর ২০২৫ ● ২৭ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১১ সেপ্টেম্বর ২০২৫
রংপুর সিটিতে ১০ হাজার সড়কবাতি অকেজো, বাড়ছে চুরি ও ছিনতাই

রংপুর সিটিতে ১০ হাজার সড়কবাতি অকেজো, বাড়ছে চুরি ও ছিনতাই

রংপুরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আবাসিক হোটেল বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ

রংপুরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আবাসিক হোটেল বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ

স্ত্রীর মুড সুইং: কারণ ও করণীয়

স্ত্রীর মুড সুইং: কারণ ও করণীয়

মাফিয়া মিঠুর দুর্নীতির আরেক সহযোগী চতুর্থ শ্রেণির কর্মচারী আবজাল

১৫ হাজার কোটি টাকার মালিক বনে যাওয়া
মাফিয়া মিঠুর দুর্নীতির আরেক সহযোগী চতুর্থ শ্রেণির কর্মচারী আবজাল

ভোট গণনার ওএমআর মেশিন ক্রয় নিয়ে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ০৪:০৮

Advertisement

নিউজ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ–সভাপতি (ভিপি) প্রার্থী শেখ সাদী হাসান। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

শেখ সাদী হাসান বলেন, সাধারণ শিক্ষার্থীদের বিপুল সাড়া পেয়ে ছাত্রদল সমর্থিত প্যানেল জাকসুতে বিজয়ের আশা করেছে। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ‘ভোট গ্রহণের আগের রাতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই যে জামায়াতে ইসলামীর কোনো এক অখ্যাত কোম্পানি থেকে যথাযথ ক্রয় প্রক্রিয়া অনুসরণ না করে নির্বাচন কমিশন জাকসু নির্বাচনের ব্যালট পেপার ও ভোট গণনার ওএমআর মেশিন সরবরাহ করেছে।’ নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেলকে বিজয়ী করার লক্ষ্যে এমন করা হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানান, ‘আমরা এ নিয়ে ভোট গণনায় কারচুপির শঙ্কা করেছি। পরে বিষয়টি জানাজানি হলে শিক্ষক-শিক্ষার্থীদের চাপের মুখে নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে ওএমআর মেশিনে ভোট গণনার সিদ্ধান্ত পরিবর্তন করে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করে। কিন্তু একই কোম্পানির সরবরাহকৃত ব্যালট পেপার দিয়েই আজকের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।’

শেখ সাদী হাসান অভিযোগ করেন, শিবির তাদের নিজস্ব কোম্পানি থেকে আলাদা করে ব্যালট সংগ্রহ করে কারচুপির মাধ্যমে জয়ের নীলনকশা করেছে। পাশাপাশি ক্যাম্পাসের আশপাশে জামায়াত-শিবিরের অনেক নেতা-কর্মীর উপস্থিতিতে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত বলেও মন্তব্য করেন তিনি।

তবে এ বিষয়ে পাল্টা অভিযোগ করেছেন ছাত্রশিবির। তাদের অভিযোগ যে প্রতিষ্ঠান থেকে ওএমআর মেশিন কেনা হয়েছে সেই প্রতিষ্ঠানের সিইও নিজের বিএনপি সমর্থক। বিভিন্ন সময়ে নিজের ফেসবুক একাউন্টে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের ছবি পোস্ট করে তাদের প্রচার চালিয়েছেন। ছাত্রদলের উচিত ছিল কোন কোম্পানি থেকে মেশিন কেনা হয়েছে সেটা বাদ দিয়ে মেশিনের কার্যক্ষমতা নিয়ে আলোচনা-সমালোচনা করা।

মন্তব্য করুন


Link copied