আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

মধ্যপাড়া কঠিন শিলা খনিতে শ্রমিক অসন্তোষে অনির্দিষ্টকালের জন্য পাথর উত্তোলন বন্ধ

বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫, রাত ০৮:৩৪

Advertisement Advertisement

দিনাজপুর প্রতিনিধি : শ্রমিক অসন্তোষের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, দেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনিতে পাথর উত্তোলন।
বুধবার (২ জুলাই) রাতে খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানীয়া ট্রেড কনসোর্টিয়াম (জিটিসি) ও জার্মানীয়া করপোরেশন লিমিটেড (জিসিএল) এক নোটিশে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
এতে আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল থেকে  অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে
পাথর খনির সব কার্যক্রম।
 
খনি শ্রমিকদের সঙ্গে চলমান অস্থিরতা ও বিশৃঙ্খল পরিস্থিতিতে দেশের একমাত্র উৎপাদনশীল পার্বতীপুরের মধ্যপাড়া পাথর খনির সব কার্যক্রম বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানীয়া ট্রেড কনসোর্টিয়াম (জিটিসি) ও জার্মানীয়া করপোরেশন লিমিটেড (জিসিএল)।
খনির সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের বিষয়টি মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ডিএম জোবায়েদ হোসেন নিশ্চিত করেছেন।

খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি ও জিসিএল নোটিশে জানিয়েছে, কতিপয় শ্রমিক অন্যায় ও অযৌক্তিক দাবি তুলে জোরপূর্বক অন্যান্য সাধারণ শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দিচ্ছেন। ভূ-গর্ভে ও খনির অভ্যন্তরে অবৈধ ধর্মঘটে অংশ নিচ্ছেন। এতে খনিতে কর্মরত বিদেশি বিশেষজ্ঞরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। খনির যন্ত্রপাতি ও স্থাপনার ক্ষতির আশঙ্কা করছেন। পরিস্থিতি শান্ত করতে প্রশাসনিক পর্যায়ে বিভিন্ন প্রচেষ্টা চালানো হলেও শ্রমিকদের একটি অংশ কর্তৃপক্ষের নির্দেশনা মানতে অস্বীকৃতি জানায়। সেইসঙ্গে তারা কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার ও নাশকতার আশঙ্কা সৃষ্টি করছেন। তাই খনি কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না।
বন্ধকালীন সময়ে বাংলাদেশ শ্রম আইনের ১৩ (১) ধারার বিধান মোতাবেক কোনো শ্রমিক-কর্মচারী বেতন, ভাতা বা অন্যান্য সুবিধা পাবেন না। তবে, জরুরি দাপ্তরিক কার্যক্রম ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা শ্রমিক-কর্মচারীদের নির্ধারিত ডিউটি রোস্টার অনুযায়ী সময়মতো কাজে যোগ দেওয়ার নির্দেশও বিজ্ঞপ্তিতে দেওয়া হয়।

মন্তব্য করুন


Link copied