নিউজ ডেস্ক: সোমবার সকাল থেকে তিস্তা তীরবর্তী এলাকার মহিষখোচা বাজার থেকে বাহাদুর পাড়ার প্রায় ২ কিলোমিটার জরাজীর্ণ সড়ক মেরামতের কাজ শুরু করেছে লালমনিরহাটের জেলা যুবদলের নেতাকর্মীরা। এর পাশাপাশি জেলার ৫টি উপজেলার প্রায় ৭০ কিলোমিটার ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের কাজ চলছে।
নেতাকর্মীরা মাটি, বালু ও ইটের খোয়া ফেলে ক্ষতিগ্রস্ত গর্তগুলো ভরাট করছেন, যাতে দ্রুত সাধারণ মানুষ স্বস্তিতে চলাচল করতে পারেন। শুধুমাত্র রাস্তা মেরামতই নয়, তারা রাস্তার দু'পাশের আগাছা পরিষ্কার থেকে শুরু করে বৃক্ষরোপণ কর্মসূচীও হাতে নিয়েছেন। স্থানীয় জনগণ জেলা যুবদলের এই জনকল্যাণমুখী কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন।