নিউজ ডেস্ক: যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাজধানীর পল্লবী এলাকার একটি হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে দোকানে বসে থাকা অবস্থায় তাকে গুলি করা হয়।সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
তিনি বলেন, গুলিবিদ্ধ কিবরিয়াকে মুমূর্ষু অবস্থায় সোহরাওয়াদী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে কে বা কারা গুলি করেছে, তাৎক্ষণিক তা জানাতে পারেননি আমিনুল হক।
কিবরিয়ার রাজনৈতীক সহকর্মীরা জানান, কে বা কারা গুলি করেছে, তাৎক্ষণিক তা জানা যায়নি। গুলিবিদ্ধ কিবরিয়াকে মুমূর্ষু অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কিবরিয়া খুনের ঘটনায় পল্লবী-মিরপুরসহ আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে রাত সাড়ে ৮টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, গুলিবিদ্ধ হওয়ার ঘটনা আমরা শুনেছি। গুলিবিদ্ধ অবস্থায় ভুক্তভোগীকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে মারা গেছেন কি না, সেই বিষয়ে আমরা নিশ্চিত নই। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, সেটা জানতে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
পুলিশ বলছে, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পল্লবী সেকশন-১২ এ অবস্থিত বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে দোকানে বসে থাকা অবস্থায় পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে মোটরসাইকেল যোগে তিনজন দুর্বৃত্ত মাথা, বুকে ও পিঠে পিস্তল ঠেকিয়ে সাত রাউন্ড গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।