আর্কাইভ  শনিবার ● ১৮ অক্টোবর ২০২৫ ● ৩ কার্তিক ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ১৮ অক্টোবর ২০২৫
একসঙ্গে এইচএসসি পাস করলেন বাবা-মেয়ে

একসঙ্গে এইচএসসি পাস করলেন বাবা-মেয়ে

সংসদ ভবন এলাকায় সংঘর্ষে আহত ২০ ‘জুলাইযোদ্ধা’ ঢামেকে

সংসদ ভবন এলাকায় সংঘর্ষে আহত ২০ ‘জুলাইযোদ্ধা’ ঢামেকে

জুলাই সনদে স্বাক্ষর করলেন যারা

জুলাই সনদে স্বাক্ষর করলেন যারা

ঠাকুরগাঁওয়ে দলীয় কর্মসূচি বাতিল করে ঢাকার উদ্দেশ্যে মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে দলীয় কর্মসূচি বাতিল করে ঢাকার উদ্দেশ্যে মির্জা ফখরুল

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সদাপ্রস্তুত : প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১, দুপুর ০২:১৫

Advertisement

ডেস্ক: যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সদাপ্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২১’ এর গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে আমাদের সশস্ত্র বাহিনী অংশগ্রহণ করে। বিশ্বের অন্যান্য দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের চলতে হয়। কাজেই আধুনিক প্রযুক্তি ও আধুনিক অস্ত্রশস্ত্র থেকে শুরু করে সকল ধরনের সরঞ্জামাদি সম্পর্কে আমাদের সশস্ত্র বাহিনী সবসময় প্রশিক্ষিত হবে, জ্ঞানলাভ করবে। সেটাই আমার চেষ্টা।’

তিনি বলেন, ‘আমরা উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সব বাহিনীতে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র, বিমান ও হেলিকপ্টারসহ আধুনিক প্রকৌশল সরঞ্জামাদি সংযোজন করেছি। এভিয়েশন বিশ্ববিদ্যালয় করেছি। দেশব্যাপী সিএমএইচগুলোকে আধুনিক হাসপাতালে রূপান্তর করেছি। পাঁচটি মেডিকেল কলেজ করে দিয়েছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনায় সম্মুখযোদ্ধা হিসেবে নানা কর্মকাণ্ড করেছে তারা। এতে তারা অত্যন্ত প্রশংসা কুড়িয়েছে। দুর্যোগ মোকাবিলা, দেশের অবকাঠামো উন্নয়নেও কাজ করে যাচ্ছে। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে যোগ দিয়ে তাদের কাজের মাধ্যমে বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা অর্থনৈতিক অগ্রগতির বন্ধনে বিশ্বের সেরা পাঁচ দেশের মধ্যে স্থান করে নিয়েছি। বর্তমানে বাংলাদেশের অর্থনীতির আকার ৪১১ বিলিয়ন মার্কিন ডলার। আমরা দারিদ্র্যের হার ৪০ ভাগ থেকে ২০ দশমিক ৫ ভাগে নামিয়ে এনেছি। করোনা না থাকলে তাহলে এটা ১৭/১৮ ভাগে নামিয়ে আনতে পারতাম।’

মন্তব্য করুন


Link copied