আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

রংপুরের উন্নয়নের ৯ দাবি নিয়ে জি এম কাদের কাছে যুবলীগ নেতা 

সোমবার, ৩ জুন ২০২৪, রাত ১০:২০

Advertisement Advertisement

মহানগর প্রতিবেদক: রংপুরের উন্নয়নের স্বার্থে ৯ দাবি নিয়ে সদর -৩ আসনের সংসদ সদস্য, বিরোধী দলীয় নেতা ও  জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ  কাদের  এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন যুবলীগ নেতা শ্রী চন্দন কুমার মহন্ত।

সোমবার (৩ জুন)  দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎ করে রংপুরের উন্নয়নের জন্য এমপির নিকট দাবি গুলো তুলে ধরেন এই যুবলীগ নেতা। 

রংপুর সদর আসনের মানুষের নাগরিক সুযোগ- সুবিধা শতভাগ নিশ্চিত , কৃষি ভিত্তিক ও ভারিশিল্প সহ তথ্যপ্রযুক্তি কর্মমুখী দক্ষ জনগোষ্ঠীকে দেশে ও বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করে বেকারত্ব শূন্যের কোটায় নামিয়ে আনা,রংপুরে আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপন, সদর ও সিটি বাসীর জন্য মেট্রোরেলের ব্যবস্থা,রংপুর বাসীর জন্য দ্রুতগামী বুলেট ট্রেন চালু ও রেলস্টেশনকে আন্তর্জাতিক মানের করা,সদর আসনের জন্য আরও একটি সরকারি বালক ও বালিকা বিদ্যালয় স্থাপন সহ উচ্চ শিক্ষা প্রসারে ব্যবস্থা গ্রহণ,শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রসস্থ করণ সহ বিকল্প রাস্তা নির্মাণ এবং সদর আসনের সনাতন ধর্মাবলম্বীদের জন্য দহিগঞ্জ মহাশ্মশানের জায়গা সম্প্রসারনের ব্যবস্থা ও শহরের প্রধান মন্দির কালিবাড়ির নিজস্ব জমিগুলোকে দখলদার মুক্ত করার ব্যবস্থা করণের দাবি জানান এই যুবলীগ নেতা চন্দন। 

বিরোধী দলীয় নেতা ও রংপুর সদর -৩ আসনের এমপির নিকট ৯ দাবি তুলে ধরার বিষয়ে যুবলীগ নেতা শ্রী চন্দন কুমার মহন্ত বলেন, আজ আমার ৩৯ তম জন্মদিন ছিল।বিশেষ এই দিনে রংপুর বাসীর প্রাণের দাবি গুলো নিয়ে আমি স্থানীয় সংসদ সদস্যের নিকট গিয়েছিলাম এবং তিনি এই দাবিগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন।

চন্দন আরও বলেন, দীর্ঘদিন থেকে রংপুর সদর আসনটি আমরা জাতীয় পার্টিকে ছাড় দিয়ে আসছি।যদিও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রংপুর উন্নয়নের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন এবং সে অনুযায়ী রংপুরের ব্যাপক উন্নয়ন করছেন।মাননীয় প্রধানমন্ত্রীর পাশাপাশি যদি আমাদের স্থানীয় সাংসদ বিষয়গুলো ভাবেন তবে রংপুরের মানুষের প্রাণের এই দাবি গুলো আরও দ্রুত বাস্তবায়ন হবে। 

প্রসঙ্গত,২০০১ সালের জামাত বিএনপি সরকার সময় কালীন  সনাতন ধর্মাবলম্বী হওয়ায়  পরিবার সহ হেনস্থার স্বীকার এই শ্রী চন্দন কুমার মহন্ত ২০২২ সালে অনুষ্ঠিত রংপুর জেলা যুবলীগের ত্রী- বার্ষিক সম্মেলনে সভাপতি পদপ্রার্থী হয়েছিলেন।

মন্তব্য করুন


Link copied