আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৫ ● ৩ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৫
রংপুরে পলিটেকনিক ইন্সটিটিউটের সাবেক ইন্সটাক্টর ও পুলিশের এসআই'র বাড়ি ও সম্পদ ক্রোক

রংপুরে পলিটেকনিক ইন্সটিটিউটের সাবেক ইন্সটাক্টর ও পুলিশের এসআই'র বাড়ি ও সম্পদ ক্রোক

শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ভারতে অবস্থান করা
শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ইলিশ ছাড়া এবারও নালিশী কান্ড ভারতের পশ্চিমবঙ্গে

“ হাসিনা নেই, ইলিশও কম ”
ইলিশ ছাড়া এবারও নালিশী কান্ড ভারতের পশ্চিমবঙ্গে

রংপুরে সড়ক অবরোধ করে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ

রংপুরে সড়ক অবরোধ করে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ

রংপুরে পলিটেকনিক ইন্সটিটিউটের সাবেক ইন্সটাক্টর ও পুলিশের এসআই'র বাড়ি ও সম্পদ ক্রোক

বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, রাত ০৯:৩৩

Advertisement

মমিনুল ইসলাম রিপন: দুর্নীতি দমন কমিশনের মামলায় ক্রোক করা হলো রংপুর পলিটেকনিক ইন্সটিউটের টেক ইলেক্ট্রনিক্স বিভাগের সাবেক ইন্সট্রাক্টর আবু হেনা মোস্তফা কামালের ১ একর জমি ও স্থাপনা। এছাড়াও একজন পুলিশের এসআইয়ের তিনতলা ভবনসহ ৬ শতক জমিও ক্রোক করেছে দুদক।

বুধবার ( ১৭ সেপ্টেম্বর) বিকেলে দুদক সমন্বিত কার্যালয়ের কর্মকর্তারা তাদের বাড়িঘর, স্থাপনা এবং জমি ক্রোক করেন।

অভিযান পরিচালনা কারী দুদক সমন্বিত কার্যালয় রংপুরের উপ-পরিচালক শাওন মিয়া জানান, রংপুর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক আদেশে এসব জমি, স্থাপনা ও মামলাল ক্রোক করে দুদুক।

আদালতের আদেশে রংপুর মহানগরীর নিউ জুম্মাপাড়ায় রাধাবল্লভ মৌজার জেলএন নং ৯২. সিএস খতিয়ান নং ১৮৭, এস খতিয়ান নং-২৪৬, খারিজ খতিয়ান নং ৯৫৯৯, ৯৬০০, ৯৭৩০ও ৯৩০০ , হোল্ডিং নং ১০৭৫০, ১০৭৫১, ১০৯১৭ ও ১০৮৩২, ডিপি খতিয়ান নং-৫৭৫৮, ৫৭৫৯ ও ৫৭৬১ সাবেক দাগ নং- ১২৫৫ এর ৭৪ শতকের মধ্যে ৪৭ দশমিক ৫০ শতক, সাবেক দাগ নং-১২৫৬ এর ১৪ শতকের ৮ শতক, সাবেক দাগ নং- ১২৫৭ এর ৯৬ শতকের মধ্যে ৩৮ শতক এবং সাবেদ দাগ নং ১২৫৮ এর ১৪ শতকের মধ্যে ৮ শতক মোট চার দাগে ১ একর ১ দশমিক ৫০ শতক জমি ও সেখানে থাকা সকল স্থাপনা ক্রোক করা হয়েছে।

দুদক কর্মকর্তা আরও তিনি আরও জানান, সেখানে বেসরকারি রংপুর আইডিয়াল ইনসটিউট অব টেকনোলোজি-রিট এর কার্যক্রম পরিচালনা করতেন মোস্তফা কামাল। আবু হেনা মোস্তফা কামাল নওগার মহাদেবপুর খাজুর জয়পুর এলাকার বাসিন্দা। বর্তমানে রংপুর নগরীর ধাপ লালকুঠি এলাকায় অবস্থিত সানলিড টাওয়ারের ফ্লাট নং ড/৮ এলাকায় বসবাস করেন। জমিসহ ওই স্থাপনার মূল্য ১০০ কোটি টাকারও বেশি। তার বিরুদ্ধে ২০২৩ সালে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।

অন্যদিকে এর আগে নগরীর জুম্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পুলিশের এসআই দুলাল হোসেনর মালিকানাধীন রাধাবল্লভ মৌজার জে.এল নং-১২, সি.এস খতিয়ান-১৭৭১, এস.এ খতিয়ান- ১৬৫০, ডিপি/বি.এস খতিয়ান- ১৭৫, সি.এস/এস.এ দাগ নং-১১১, বি.এস দাগ নং-২৯২২, এর ৬ শতক জমির নির্মিত ৩ তলাভবনসহ সব কিছু ক্রোক করেন। এসব সম্পদের বর্তমান মূল ৩ কোটি টাকার ওপরে।

দুলালের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাটের শিবের কুটি এলাকায়। তার বিরুদ্ধে চলতি বছর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। তিনি এখন দিনাজপুর জেলার পার্বতীপুর থানায় কর্মরত আছেন।

দুদক কর্মকর্তা শাওন আরও জানান, এসব সম্পদক এখন সরকারের। পরবর্তী আদালতের আদেশ না আসা পর্যন্ত এই এটি সরকারের অধীনে থাকবে।

রংপুর আইডিয়াল ইন্সটিটিউট অব টেকনোলোজি-রিট এর পৃন্সিপ্যাল শাকিনুর রহমান জানান, মালামাল ক্রোক হওয়া স্থানে রিট পলিটেকনিকের ক্লাস ও ব্যবহারিক ক্লাস হয়। স্যার মোস্তফা কামালের মালিকানাধীন এই প্রতিষ্ঠান। এর বেশি আমরা কিছু জানি না। এখন ক্লাস ও পরীক্ষা কোথায় হবে এই প্রশ্নের কোন উত্তর দেননি তিনি। 

মন্তব্য করুন


Link copied