আর্কাইভ  বুধবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৫ ● ২ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৫
শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ভারতে অবস্থান করা
শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ইলিশ ছাড়া এবারও নালিশী কান্ড ভারতের পশ্চিমবঙ্গে

“ হাসিনা নেই, ইলিশও কম ”
ইলিশ ছাড়া এবারও নালিশী কান্ড ভারতের পশ্চিমবঙ্গে

রংপুরে সড়ক অবরোধ করে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ

রংপুরে সড়ক অবরোধ করে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ

রংপুরসহ ৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস

রংপুরসহ ৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস

মামলা ও গ্রেপ্তার ঘিরে নীলফামারীতে শ্রমিকদের বিক্ষোভ, অবশেষে আলোচনায় অবসান

বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ০৭:১২

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥  নীলফামারীর উত্তরা ইপিজেডে এভারগ্রিন প্রোডাক্ট ফ্যাক্টরী (বিডি) লিমিটেড নামের একটি পরচুলা কারখানার শ্রমিক অসন্তোষের ঘটনার নিরসন হয়েছে। বুধবার(১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ইপিজেড কর্তৃপক্ষ, শ্রমিক ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় ওই অবসান ঘটে।

এরআগে সকালে উত্তরা ইপিজেডের গ্রেপ্তারকৃত শ্রমিক সাইফুল ও তাঁর বাবা শফিকুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে সড়ক অবরোধ করে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে উক্ত কারখানার শ্রমিকরা।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার এ, এফ, এম তারিক হোসেন খান, উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার, জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, জেলা জামায়াতের আমীর আব্দুস ছাত্তার, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল মজিদ প্রমুখ।

সংশ্লিষ্ঠ সুত্র মতে, গত ১২ সেপ্টেম্বর (শুক্রবার) এভারগ্রীন কারখানার শ্রমিক সাইফুল ইসলাম নিখোঁজ হয়। সেদিন রাতে তার পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরের দিন ১৩ সেপ্টেম্বর(শনিবার) রাতে পুলিশ তাকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ শেষে ১৪ সেপ্টেম্বর(রবিবার) বিকালে আদালতে সোপর্দ্দ করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে আত্মগোপনে থেকে চাঁদা আদায়ের অভিযোগে মামলা করে। সেখানে ১৬৪ ধারায় জবানবন্দীতে সাইফুল ইসলাম বিচারকের কাছে শিকার করে যে সে নিজে আত্মগোপনে থেকে চলমান উত্তরা ইপিজেডের শ্রমিক অসন্তোষকে কাজে লাগিয়ে কারখানা কর্তৃপক্ষ থেকে একটি মোটা অংকের চাঁদা দাবির পরিকল্পনা ছিল। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

এদিকে শ্রমিক সাইফুল ইসলাম নিখোঁজ হলে পুলিশ উদ্ধার করে কারাগারে পাঠানোর ঘটনায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। এ ঘটনায় এভারগ্রীন কারখানার শ্রমিকরা ১৫ সেপ্টেম্বর(সোমবার) থেকে সাইফুল ইসলাম ও তার বাবা শফিকুল ইসলামের মুক্তি চেয়ে ও কারখানার মহা ব্যবস্থাপকের অপসারণ দাবিতে কর্ম বিরতি শুরু করে। দাবি আদায় না হওয়ায় বুধবার(১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার পর কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে নীলফামারী সদর থানা, পুলিশ সুপার ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নেয়। পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের হস্তক্ষেপে সেখান থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ও পুলিশ প্রশাসন, ইপিজেড কর্তৃপক্ষ, শ্রমিক ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহনে আলোচনা সভায় অচলাবস্থার অবসান হলে আগামীকাল বৃহস্পতিবার(১৮ সেপ্টেম্বর) থেকে কাজে যোগদানের আশ্বাস দেন আন্দোলনরত শ্রমিকরা।

এদিকে বিক্ষোভ চলাকালিন সময় দুপুর দেড়টার দিকে বিজ্ঞ আদালত থেকে সাইফুল ও তার বাবা শফিকুল ইসলামের জামিন মঞ্জুর করেন। কারাগার থেকে মুক্তি পেয়ে শ্রমিকদের সাথে আলোচনা চলাকালিন অবস্থায় সাইফুল ও তার বাবাকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিয়ে আসা হয়। সেখানে উপস্থিত প্রশাসন, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক ও শ্রমিকদের সামনে সে নিজেই আত্মগোপনে গিয়েছিল তা শিকার করে। এবং ভবিষ্যতে এধরনের অপরাধমূলক কাজ করবে না বলে সকলকে আশ্বাস দেয়।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এম আর সাঈদ বলেন, সাইফুল ইসলাম আত্মগোপনে থেকে চাঁদা আদায়ের চেষ্টা করে। এ অভিযোগে তাকে উদ্ধারের পর মামলা করা হয়। ওই মামলায় তাকে ও তার বাবাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ্দ করা হয়। বুধবার বিজ্ঞ আদালত জামিন মঞ্জুর করেন।

নীলফামারী জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আল মাসুদ চৌধুরী বলেন, বুধবার দুপুরে নীলফামারী আমলী আদালতে সাইফুল ইসলাম ও তার বাবার জামিন আবেদন করা হলে আদালতের বিজ্ঞ বিচারক তাদের জামিন মজ্ঞুর করেন।

বৈঠকে জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা বিক্ষোভ করেছেন যে চক্রান্ত করে শ্রমিক নেতা সাইফুল ও তার বাবাকে কারাগারে পাঠানো হয়েছে। কিন্তু আপনাদের সামনে সে শিকার করলো সে নিজেই আত্মগোপনে গিয়েছে। তাহলে এখানে আপনারা গুজবে কান দিয়ে সত্য যাচাই না করে আন্দোলন করলেন। তিনি বলেন, আমরা আগেও শ্রমিকদের পক্ষে ছিলাম, এখনও আছি। কিন্তু অযৌক্তি কর্মকান্ড যার ফলে নীলফামারী জেলার ভাবমূর্তিক্ষুন্ন হবে তা আমরা হতে দিবো না। আপনাদের কোনো দাবি যদি ইপিজেড ও কারখানা কর্তৃপক্ষ না মেনে নেয় আপনারা আমাদের জানাবেন, আমরা তা সমাধানের চেষ্টা করবো।

বৈঠকে জেলা জামায়াতের আমীর আব্দুস ছাত্তার বলেন, গত ২ সেপ্টেম্বর থেকে আজকে পর্যন্ত নীলফামারীর উত্তরা ইপজেডের শ্রমিক অসন্তোষের ঘটনারগুলির কারণে অন্তবর্তীকালিন সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। দেশের অর্থনীতির ক্ষতি হয়েছে। শ্রমিকরা একদিন কাজ না করলে শুধু কারখানা নয়, দেশেরও অর্থনীতিরও ক্ষতি হয়। তাই আপনাদের কাছে অনুরোধ করছি যেকোন সমস্যা হলে যদি বেপজা কর্তৃপক্ষ আপনাদের কথা না শুনে দ্রুত আমাদের জানাবেন। আমরা তা সমাধানের চেষ্টা করবো।

জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল মজিদ বলেন, শ্রমিক অসন্তোষের ঘটনাকে কেন্দ্র করে ফ্যাসিস্টরা ফায়দা লুটার চেষ্টা করতেছে। কিন্তু আমরা তা হতে দিতে পারবো না। আপনারও সব বুঝেন। তাই আপনাদের যৌক্তিক আন্দোলনে যারা ফায়দা লুটার চেষ্টা করবে তাদের প্রতিহত করতে হবে। 

উত্তরার ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, শ্রমিক নিখোঁজের ঘটনায় গত ১৫ সেপ্টেম্বর থেকে এভারগ্রীন কারখানায় কর্মবিরতি চলছিল। বুধবার ওই শ্রমিকের জামিন হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় শ্রমিকদের দাবি শোনা হয়। তাদের দাবির প্রেক্ষিতে এভারগ্রীনের মহা ব্যবস্থাপক মেজর (অব.) ফেরদৌস উল আলমকে প্রত্যাহার করা হয়েছে। তার পরিবর্তে উপ-মহাব্যবস্থাপক সাদেকুল রহমান সাদেককে ভারপ্রাপ্ত দায়িত্ব প্রদান করা হয়। শ্রমিকরা আগামীকাল বৃহস্পতিবার(১৮ সেপ্টেম্বর) থেকে কাজে যোগ দিবেন বলে ওই সভায় জানিয়েছেন।

বৈঠক শেষে জেলা পুলিশ সুপার এ.এফ. এম তারিক হোসেন খান বলেন, সাইফুল সবার সামনেই স্বীকার করেছে যে সে নিজেই আত্মগোপনের মাধ্যমে আজকের এই পরিস্থিতি সৃষ্টি করেছে। আমরা শ্রমিকদের প্রতি সহনশীল হয়ে তাদের দাবির প্রেক্ষিতে সাইফুল ও তার বাবার জামিনের ব্যবস্থা করে পরিস্থিতি স্বাভাবিক করেছি। আশা করি আগামীকাল(বৃহস্পতিবার) থেকে উত্তরা ইপিজেডে আর কোনো বিশৃঙ্খলা থাকবে না। সুন্দরভাবে ইপিজেড পরিচালনা হবে।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, আমরা চাই না ইপিজেড নিয়ে আর কোনো অভিযোগ আসুক। প্রতিটি কারখানায় পিসি (পার্টিসিপেশন) কমিটি করার কথা বলা হয়েছে। পিসি কমিটিগুলো শ্রমিকদের সমস্যা নিয়ে কথা বলবেন। কোনো সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। কোনো গুজবে কান দেওয়া যাবে না। শ্রমিকদের দাবীর প্রেক্ষিতে ইপিজেড কর্তৃপক্ষ এভারগ্রীন কারখানার মহা ব্যবস্থাপককে প্রত্যার করেছে। তাদের যৌক্তিক সকল দাবী মেনে নেওয়া হয়েছে। কাল থেকে শ্রমিকরা কাজে যোগ দিবেন।

তিনি আরও বলেন, আমরা শ্রমিক নেতৃবৃন্দকে আশ্বাস্ত করেছি। তাদের যদি কোনো দাবি বা অভিযোগ থাকে আর ইপিজেড ও কারখানা কর্তৃপক্ষ সেটার ব্যবস্থা গ্রহণ না করলে শ্রমিকরা সরাসরি আমাকে অথবা রাজনৈতিক নেতৃবৃন্দকে জানাতে পারে। এরপর আমরা ইপিজেড ও সংস্লিষ্ট কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা বিষয়টি সমাধানের চেষ্টা করবো। 

মন্তব্য করুন


Link copied