আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

রোজার মাসে নির্বাচনী প্রচারের ব্যয় নিয়ে চিন্তিত ফখরুল

বুধবার, ১১ জুন ২০২৫, দুপুর ০৩:৫০

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: রমজান মাসে নির্বাচনী প্রচারণার ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১০ জুন) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, নির্বাচনের সময় রোজা ও ঈদের পরে হওয়া উচিত নয়। কারণ, এতে ব্যয় বৃদ্ধি পাবে এবং রাজনৈতিক কর্মীদের সমস্যা হবে।
 
বিএনপির মহাসচিব বলেন, নির্বাচনের সময়ের কারণে রাজনৈতিক প্রচারণার ব্যয় দ্বিগুণ হতে পারে, যা নির্বাচনের প্রস্তুতি প্রভাবিত করবে। এ সময়টায় প্রচণ্ড গরম ও ঝড়-বৃষ্টি থাকে। এ কারণে দিনের বেলায় জনসভায় লোকজন আনা কষ্টসাধ্য হয়ে পড়বে। তাই রাতের বেলায় মিটিং করতে হবে।
 
সরকারের চলমান রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘সংস্কার কমিটিগুলো যেভাবে জানতে চেয়েছে সেটা অনেকটা পরীক্ষায় টিক মার্ক দেয়ার মতো। টিক মার্ক দিয়ে কি রাজনীতি হয়? এটা একটা অসম্ভব ব্যাপার। আমরা বলেছি প্রধানমন্ত্রী পরপর দুবার কেউ হতে পারবেন না। এক বছর বাদ দিয়ে আবার হতে পারবেন। অর্থাৎ তিনবার। এটা একটা মেজর রিফর্ম। এ জিনিসগুলোর ব্যাখ্যা করা দরকার।’

 

কেয়ারটেকার সরকারের বিষয়ে ফখরুল বলেন, ‘আমরা অনেক আগে থেকেই বলেছি কেয়ারটেকার গভর্নমেন্ট দরকার হবে। তখন সবাই উড়িয়ে দিয়েছে। এখন এটা প্রমাণ হয়েছে যে কেয়ারটোকার গভর্নমেন্ট ছাড়া আপাতত বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা একেবারেই কম।’

পরিশেষে বাস্তবতার নিরিখে সরকার নির্বাচনের সময় বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে ২০২৬ সালের এপ্রিল মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর পর থেকেই নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক দলগুলো নানা প্রতিক্রিয়া দেখাচ্ছে।

মন্তব্য করুন


Link copied