আর্কাইভ  বুধবার ● ১০ সেপ্টেম্বর ২০২৫ ● ২৬ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ১০ সেপ্টেম্বর ২০২৫
পুকুরে ডুবে প্রাণ গেল ৩ ভাইবোনের

পুকুরে ডুবে প্রাণ গেল ৩ ভাইবোনের

মোহাম্মদপুর ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যা

মোহাম্মদপুর ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যা

জামায়াত আমিরের বাসায় ব্রিটিশ হাইকমিশনার, আলোচনায় ছিল নির্বাচন

জামায়াত আমিরের বাসায় ব্রিটিশ হাইকমিশনার, আলোচনায় ছিল নির্বাচন

শিবির প্যানেলের বাইরে পাঁচ পদে জয়ী যারা

শিবির প্যানেলের বাইরে পাঁচ পদে জয়ী যারা

শাহবাগে বড় জমায়েত, ‘শিবির শিবির’ স্লোগান

বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, সকাল ০৪:৪৩

Advertisement

নিউজ ডেস্ক: মঙ্গলবার রাত ৩টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ৫টি হলের ফল ঘোষণা হয়েছে। এতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) পেয়েছেন ৭০৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৭৮৯ ভোট।

এদিকে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণার আগেই শত শত কর্মী নিয়ে শাহবাগে জমায়েত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের শিক্ষার্থীরা। 

এসময় ‘শিবির শিবির’ স্লোগানে মুখরিত ছিল গোটা এলাকা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ঢুকতে না পেরে সন্ধ্যা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদলের কর্মীদের স্লোগান ও জমায়েত ছিল শাহবাগে। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে শিবিরের জমায়েত বড় আকার ধারণ করছে।
 
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতেই অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় আছে। পুলিশের পাশাপাশি র‍্যাব সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

এছাড়াও অসংখ্য দাঙ্গা পুলিশ সদস্যকে ঢাবির ভিসির বাসার বাইরে নিরাপত্তা দিতে দেখা গেছে। 

রাত দুইটা থেকে ডাকসুর হলগুলোতে ফল ঘোষণা শুরু হয়।

দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয় মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রার্থী ছিলেন।

এবার মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোটগ্রহণ করা হয়েছে। 

মন্তব্য করুন


Link copied