ডেস্ক: শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে পদোন্নতি পেয়েছেন মোঃ দেলোয়ার হোসেন মজুমদার।
এর আগে তিনি চট্টগ্রাম প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
১৫ -১৮ পর্যন্ত (চার বছর আগে) তিনি রংপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী থেকে শিক্ষক, ঠিকাদার, সাংবাদিক, রাজনীতিবিদ সহ সর্ব স্তরের মানুষের কাছে সরকারি দায়িত্ব পালনে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
শুক্রবার( ১৪ অক্টোবর) রংপুর কেরামতিয়া জামে মসজিদে প্রধান প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন মজুমদারের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে উপস্থিত মুসল্লিদের মধ্যে তবারক বিতরণ করা হয়।এর আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করেন কেরামতিয়া মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ বাইজিদ হোসেন।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) তাকে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ আব্দুল্লাহ আল মাস উদ। শুক্রবার (১৪ অক্টোবর) চাঁদপুরে শিক্ষা মন্ত্রী ড. দীপু মনির বিভিন্ন কর্মসূচেতে প্রধান প্রকৌশলী হিসেবে অংশগ্রহণ করেন এবং ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।