আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কৃষকদলের সহসভাপতি ভিপি ইব্রাহিম

শনিবার, ৯ আগস্ট ২০২৫, বিকাল ০৭:০৮

Advertisement Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ ঢাকায় বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে শিক্ষিকা মাহরীন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয়তাবাদী কৃষকদলের সহসভাপতি আ.ন.ম. খলিলুর রহমান ভিপি ইব্রাহিম। শনিবার(৯ আগষ্ট) সকাল ১১টায় নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়া গ্রামে এসে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ওই শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় তিনি বলেন, আমরা গভীর শ্রদ্ধা জানাই শিক্ষিকা মাহেরীন চৌধুরী প্রতি। যেভাবে তার মৃত্যু হয়েছে, হাদীস অনুযায়ী শহিদি মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন যেন উনাকে শহিদি মর্যাদা দান করেন।
মাহেরীন চৌধুরী শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি উল্লেখ করে তিনি বলেন, এই মাহেরীন চৌধুরী ২০ জন শিশু শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে নিজের দেহকে জ্বালিয়ে পুড়ে মারা গেলেন। সুতরাং ব্লাড স্পিচ, এইটা শুধু জিয়া পরিবারের জন্যই সম্ভব। জিয়া পরিবার এই দেশে বারবার ঝুঁকিপূর্ণ বিভিন্ন দিকে যে অবস্থান নিয়েছে মাহরীন চৌধুরী সেটার একজন জ্বলন্ত সাক্ষী।
নির্বাচন প্রসঙ্গে ভিপি ইব্রাহিম বলেন, নির্বাচনের ব্যাপারে আমি শুধু একটা মন্তব্য করতে চাই যে, শেষ ভালো যার সব ভালো তার। আমরা শেষটা দেখে তারপর এ বিষয়ে মন্তব্য করতে চাই। তবে আমাদের দল এবং আমাদের দলের প্রার্থীরা তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। ইনশাল্লাহ নির্বাচনী মাঠ আমাদের জন্য প্রস্তুত আছে। তফশীল ঘোষণা হলেই আমরা আশা করি সেই মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী, এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের মার্কা ধানের শীষ বিজয়ী হবে ইনশাআল্লাহ।
ওই কর্মসূচি শেষে বেলা একটার দিকে জেলা শহরের ডাকবাংলো এলাকায় জেলা কৃষকদলের আহ্বায়কের বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন কেন্দ্রীয় কৃষকদলের ওই সহসভাপাপতি ভিপি ইব্রাহিম।
এসময় জেলা কৃষকদলের আহ্বায়ক মগনী মাসুদুল আলম দুলালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন কেন্দ্রীয় কৃষকদলের সদস্য মো. মনজুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ইনসান আলম আক্কাস, রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহ নেওয়াজ লাবু, মো. আনোয়ার শাহাদাত, জেলা কৃষকদলের সদস্য সচিব মো. ওয়ালিউর রহমান হেলাল প্রমুখ। 

মন্তব্য করুন


Link copied