বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান মসিউর রহমান রাঙ্গা বলেছেন, ‘সংসদে অনেক সংসদ সদস্য বিএনপির সমালোচনা করতে গিয়ে সংসদে বিএনপিকে বিরোধী দল বলেন। সংসদে আমরা বৃহত্তর বিরোধী দল। আমরা বিরোধী দল, এখানে কোনো ভুল নেই। সংসদ সদস্যরা বিএনপিকে উদ্দেশ করে বিরোধীদল বলেছেন তা এক্সপাঞ্জ করার দাবি জানাচ্ছি।’
আজ সোমবার সংসদের বৈঠকে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন মসিউর রহমান রাঙ্গা । এ সময় তিনি বিভিন্ন খাতে সাফল্যের জন্য সরকারের প্রশংসা করেন এবং বিএনপির সমালোচনা করেন।
সংসদ ভবনের অবকাঠামোর উন্নয়নের প্রশংসা করতে গিয়ে মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘সংসদের ব্যাপক উন্নতি হয়েছে। আমাদের থাকার জায়গা সংসদ সদস্য ভবনের ফ্ল্যাটগুলো এত সুন্দর হয়েছে যে, আমি যে বাড়ি ভাড়া থাকি তা ছেড়ে দিয়ে এখানে থাকব। আমার বিরোধীদলীয় চীফ হুইপ হিসেবে পাওয়া কক্ষে গেলেই বাতি জ্বলে ওঠে। বেরিয়ে এলে বাতি বন্ধ হয়ে যায়। আগে সংসদের কোনো বাথরুমে যেতে পারতাম না। বাথরুমে যেতে ভয় করত। এখন দেখি বাথরুম এত সুন্দর যে বসে মনে হয় নাস্তাও করা যাবে।’

পদ্মা সেতুর প্রশংসা করে এ জাপা নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী অনেক চেষ্টা করে, কষ্ট করে, এই সেতুটি দাঁড় করিয়েছেন। আমার মনে হয় সেতুটি যদি উনি (প্রধানমন্ত্রী) সম্পন্ন করতে না পারতেন তাহলে উনি একটা নিজের ক্ষতি নিজেই করে বসতেন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি প্রধানমন্ত্রীর কাছে। এরকম একটি সম্ভাবনা উনার মধ্যে আমি দেখেছিলাম, যে অ্যানি হাউ তিনি এটা করতে চান। উনি এটা করেছেন।’
সংসদ সদস্য মমতাজ বেগমের একটি গানের লাইন উল্লেখ করে রাঙ্গা বলেন, ‘বুকটা ফাইট্টা যায় গানের মতো ওদের (বিএনপি) বুকটা ফাইট্টা যায়। সে কারণে একবার বলে ভেঙে পড়বে। একবার বলে এই হবে। একবার বলে ওই হবে।’