আর্কাইভ  মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫ ● ১১ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

তদন্ত হবে আড়ি পাতার

রাজনৈতিক সরকার এ ব্যবস্থা ধরে রাখতে চায়
তদন্ত হবে আড়ি পাতার

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

সৈয়দপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বখাটে যুবক আটক

বুধবার, ১৯ মার্চ ২০২৫, রাত ০৯:৩০

Advertisement Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক বখাটে যুবককে পিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছেন এলাকাবাসী। মঙ্গলবার(১৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের হাওয়াল পাড়ায় ওই ঘটনা ঘটে। 
স্থানীয়রা জানান, উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষনপুর গ্রামের আকবর আলীর ছেলে নুর আমিন পেশায় একজন রিক্সাচালক। সে গত তিন মাস যাবৎ হাওয়ালদার পাড়ায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে (ইফতারের পর) বাড়ির সামনে শিশুটি খেলাধুলা করছিল। তাকে টাকা দেওয়ার কথা বলে জোরজবরদস্তি বাড়িতে নিয়ে যান নুর আমিন। একপর্যায়ে মেয়েটির মা খোঁজাখুঁজি শুরু করলে অভিযুক্ত নুর আমিন বুঝতে পেরে মেয়েটিকে ছেড়ে দেন। পরে শিশুটি বাসায় এসে মাকে বলেন। বিষয়টি সবাই জানলে এলাকাবাসী মিলে অভিযুক্ত নুর আমিনকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন। স্থানীয়রা আরও জানায়, ওই যুবক এলাকায় বসবাস করলেও কারও সাথে মিশত না। সে বিভিন্ন সময় শিশুদের বিভিন্ন প্রলোভনে বাসায় ডেকে নিত। 
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, ওই দিন রাতেই অভিযুক্ত নুর আমিনকে গ্রেপ্তার করা হয়। বুধবার(১৯ মার্চ) সকালে মেয়েটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার ওই যুবককে দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। 

মন্তব্য করুন


Link copied