আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

সৈয়দপুর ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, রাত ০৯:৩৩

বুধবার নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ চত্বরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শন করেন। প্রতিযোগিতা শেষে বিকেলে পুরস্কার বিতরণ করা হয়

Advertisement Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ তারণ্যের উৎসব উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৯ জানুয়ারি) প্রতিষ্ঠান চত্বরে প্রতিযোগিতা শেষে বিকেলে পুরস্কার বিতরণ করা হয়। 
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার, কমান্ডিং ও রংপুর এরিয়ার কমান্ডার, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান এসজিপি,এসইউপি,এনডিসি,এইচডিএমসি,পিএসসি।। 
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ, পিএসসি।
সকালে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি। পরে শিক্ষার্র্থীদের মনোজ্ঞ কুচকাওয়াজ, বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা, ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এছাড়াও আমন্ত্রিত পুরুষ অতিথিদের রশি টানাটানি ও মহিলা অতিথিদের বালিশ খেলার আয়োজন করা হয়। 
সেই সঙ্গে প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী বিভিন্ন সাজে সুসজ্জিত হয়ে “যেমন খুশি তেমন সাজো” প্রতিযোগিতায় অংশ নেন। এ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সকল শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। এ আয়োজনটি উপভোগ করে অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা দারুণ উচ্ছ্বসিত হন।
আর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফজলুল হক, বেগম রোকেয়া, নজরুল ইসলাম ও জসীমউদদ্ীন পৃথক চারটি হাউজে বিভক্ত হয়ে অংশ নেন। বিকালে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও হাউজগুলো দলনেতা শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন।
অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক বাহিনীর কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, সুধীজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন


Link copied