ডেস্ক: নারী হয়েও ছেলেদের ফুটবলে রেফারির দায়িত্ব পালন করেছেন মাহফুজা রাহাত। শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে হিলির বেগুনবাড়ি ঈদগা মাঠে আলীহাট বনাম ডুগডুগি ম্যাচে রেফারির দায়িত্ব পালন করে চমক সৃষ্টি করেছেন তিনি।
দিনাজপুরের হিলিতে এই প্রথমবারের মতো নারী রেফারি দিয়ে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হলো। খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন কয়েক হাজার দর্শক। তবে মাঠ ছোট হওয়ায় ম্যাচ পরিচালনায় সমস্যায় পড়তে হয় মাহফুজাকে।
মাহফুজার গ্রামের বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার গোপলপুর গ্রামে। তিনি মাহাফুজার রহমান সাবুর মেয়ে। ২০২০ সালে মাগুরা জেলার ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত রেফারি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন তিনি। সেখানে তিনি ৬ মাস রেফারির প্রশিক্ষণ নেন।
খেলাটি দেখতে দূর-দূড়ান্ত থেকে কয়েক হাজার মানুষ এসেছিলেন।
বেগুনবাড়ি ঈদগা মাঠের সভাপতি মোজাহার মন্ডল বলেন, বহু বছর ধরে এই মাঠে ফুটবল ও ক্রিকেট খেলা হচ্ছে। পাশাপাশি সেখানে দুই ঈদের জামাত হয়ে থাকে। মাঠের পশ্চিমে সরকারি জায়গা রয়েছে। ওই জায়গা যদি এই মাঠের সঙ্গে যুক্ত করা হয় তাহলে এলাকাবাসী অনেক উপকৃত হবে।