আর্কাইভ  শনিবার ● ২৭ ডিসেম্বর ২০২৫ ● ১৩ পৌষ ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২৭ ডিসেম্বর ২০২৫
রংপুরে হারানো দুর্গ উদ্ধারে ৩২ আসনে প্রার্থী দিলো জাপা

রংপুরে হারানো দুর্গ উদ্ধারে ৩২ আসনে প্রার্থী দিলো জাপা

৩০০ আসনে ৩৪৮ দাবি; আসন সমঝোতা নিয়ে জটিলতায় জামায়াত

৩০০ আসনে ৩৪৮ দাবি; আসন সমঝোতা নিয়ে জটিলতায় জামায়াত

কেন জামায়াতের দিকে ঝুঁকছে এনসিপি?

কেন জামায়াতের দিকে ঝুঁকছে এনসিপি?

মনোনয়নপত্র তুললেন  হেভিওয়েটরা প্রার্থীরা

মনোনয়নপত্র তুললেন হেভিওয়েটরা প্রার্থীরা

৮ বিভাগে ৮ দিনে নির্বাচন চায় জাপা

রবিবার, ৩১ জুলাই ২০২২, দুপুর ০৪:৪৬

Advertisement

জাতীয় পার্টির (জাপা) সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ শেষ হয়েছে। সংলাপে আট বিভাগে আট দিনে ভোট চাওয়াসহ বেশি কিছু প্রস্তাব করেছে জাপা।

রোববার (৩১ জুলাই) সকালে ইসির সঙ্গে জাপার সংলাপ অনুষ্ঠিত হয়। বৈঠকে জাপার প্রস্তাবগুলো হলো-

১. ইভিএমে ভোটগ্রহণ না করা।

২. ভোটারদের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনের জন্য আট বিভাগে আট দিনে ভোটগ্রহণ করা।

৩. কমিশন আইনের ১২৬ অনুচ্ছেদে পরিবর্তন করা, যাতে কমিশনের কথা না শুনলে কমিশন নিজেই শাস্তির বিধান করতে পারে।

৪. ভোটের আনুপাতিক হারে আসনের প্রস্তাব।

৫. ভোটের সময় নির্দেশনা না মানলে আইনশৃঙ্খলা বাহিনীসহ ইসির অধীনে কর্মরত সব কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন করা।

৬. নির্বাচনি খরচ বাবদ একজন প্রার্থীর ২৫ লাখ টাকা পরিবর্তন করে ৫০ লাখ টাকা করতে হবে।

৭. ইউটিলিটিস বিল, ক্রেডিট কার্ডের বিলের জন্য প্রার্থিতা বাতিলের যে বিধান বর্তমানে বহাল আছে তা বাতিল করতে হবে।

৮. সরকারি কর্মচারীরা অবসরে যাওয়ার পরে সরকারের মালিকানাধীন, আংশিক মালিকানাধীন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহে চুক্তিভিত্তিক নিয়োগকৃত ব্যক্তিরা নির্বাচন করতে পারবে না।

এর আগে বেলা ১১টায় মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে জাপার ১৩ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্ব করছেন।

এ দিকে বিকেল ৩টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ইসির সংলাপে অংশগ্রহণ করবে ক্ষমতাসীন দলের প্রতিনিধিরা। এর মাধ্যমেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির ধারাবাহিক সংলাপ শেষ হবে।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১৭ জুলাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে ইসি। নিবন্ধিত দলগুলোর মধ্যে বিএনপিসহ ৯টি দল সংলাপ বর্জন করেছে।

মন্তব্য করুন


Link copied