ডেস্ক: করোনা সংক্রমণ থাকতে গত দুই বছর প্রায় সব রাষ্ট্রীয় ও দলীয় কর্মসূচিতে ভিডিও কনফারেন্সে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সংক্রমণ কমে যাওয়ায় সম্প্রতি সরাসরি কর্মসূচিতে অংশ নিতে শুরু করেছেন তিনি। বিশেষ করে, গত কয়েকদিনে তিনি বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়েছেন। এছাড়া তিনি ঢাকার বাইরেও কর্মসূচিতে সরাসরি যাওয়ার ঘোষণা দিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (১৪ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। এ সময় তিনি প্রায় এক ঘণ্টার মতো বক্তব্য দেন। চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠানে দীর্ঘ বক্তব্য দেওয়ার কারণও ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘অনেক দীর্ঘ বক্তৃতা দিলাম। কারণ অনেকদিন পরে পেলাম তো। বন্দিখানায়ই তো ছিলাম করোনার সময়ে। প্রায় দুই-আড়াই বছর ওই ভিডিও কনফারেন্সে বাকসো বন্দি। ২০০৭ সালে ছিলাম আসল জেলে। সেই জেল ছিল ছোট। আর করোনার সময় ছিলাম বড় জেলে। কিন্তু সুবিধা এইটুকু– অন্তত ডিজিটাল বাংলাদেশ করেছি, সেই সুবাদে ভিডিও কনফারেন্স করতে পেরেছি। আজকে একটু মুক্তভাবে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে।’