আর্কাইভ  শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫ ● ২৫ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

১১ অধ্যাদেশ ও ৩ প্রস্তাব অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ

১১ অধ্যাদেশ ও ৩ প্রস্তাব অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ

হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ওপর হামলার প্রতিবাদ নাগরিক কমিটির, বিক্ষোভ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, বিকাল ০৭:৫৯

Advertisement

নিউজ ডেস্ক : ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ওপর হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ। অন্যদিকে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি রাখা ও না রাখা নিয়ে দুই পক্ষের বিক্ষোভ কর্মসূচির চলাকালে আজ দুপুরে মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে হাতাহাতি ও হামলার ঘটনা ঘটে। এতে অনেকে আহত হয়েছেন।

পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ প্রবেশ এবং জুলাই গণ-অভ্যুত্থানবিরোধী অখণ্ড ভারতের কল্পিত গ্রাফিতি সংযোজনের সঙ্গে জড়িতদের শাস্তিসহ ৫ দফা দাবিতে আজ সকালে এনসিটিবি ভবন ঘেরাও করে স্টুডেন্ট ফর সভরেন্টি নামের একটি সংগঠন। অন্যদিকে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ব্যানারে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একদল মানুষ পাঠ্যবইয়ে গ্রাফিতি পুনর্বহালের দাবিতে এনসিটিবির সামনে কর্মসূচি পালন করতে যান।

সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ব্যানারে কর্মসূচি পালনকারীরা বলেছেন, তাঁদের ওপর স্টুডেন্ট ফর সভরেন্টি হামলা চালিয়েছে। যদিও স্টুডেন্ট ফর সভরেন্টি এ অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের ওপর হামলা হয়েছে।

এদিকে এক বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানিয়েছে, ‘নিরীহ শিক্ষার্থীদের’ ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে আজ বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ কর্মসূচি পালন করবে তারা। সংগঠনটি এ ঘটনাকে জাতিগত বিভাজন জিইয়ে রাখার অপচেষ্টা উল্লেখ করে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে এ কর্মসূচি দিয়েছে।

জাতীয় নাগরিক কমিটির প্রতিবাদ

এদিকে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। আজ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে স্টুডেন্টস ফর সভরেন্টি নামের সংগঠনের হামলায় বিভিন্ন জাতিসত্তার নাগরিকেরা মারাত্মক আহত হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যাসহ আরও অনেকেই বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘হামলার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরব ভূমিকা পালন করতে দেখা যায়নি। তারা সক্রিয় ভূমিকা পালন করলে এ ধরনের ন্যক্কারজনক হামলা দেখতে পেতাম না। মিছিল কিংবা সমাবেশে হামলা পতিত নিষিদ্ধ ফ্যাসিবাদী সংগঠন ছাত্রলীগের কায়দার বহিঃপ্রকাশ।’

হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ফ্যাসিবাদ–উত্তর বাংলাদেশে নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতাকে যারা হামলা করে বাধাগ্রস্ত করতে চায়, তাদের অতিসত্বর আইনের আওতায় আনতে হবে। ভিডিও ফুটেজ তদন্ত করে এই হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

পাহাড়ি ছাত্র পরিষদের নিন্দা

অপর দিকে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার কর্মসূচিতে হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। আজ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারা বলেছে, পরিকল্পিতভাবে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলায় ১০-১৫ জন আহত হয়েছেন।

পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অঙ্কন চাকমা ও সাধারণ সম্পাদক অমল ত্রিপুরার এই বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা মনে করি, এ ঘটনায় পার্বত্য চট্টগ্রামের সেটলারদের কিছু শিক্ষার্থী ও তাঁদের পেছনে উগ্র সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে।’

এনসিটিবির সামনে কর্মসূচি চলাকালে হাতাহাতি ও হামলা, অনেকে আহত

বিবৃতিতে আরও বলা হয়, উগ্র সাম্প্রদায়িক লোকজন গতকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা হুমকি দিয়ে আসছিলেন এবং আজ সকাল থেকে তাঁরা লাঠিসোঁটা নিয়ে এনসিটিবি ভবনের সামনে অবস্থান নেন। পিসিপির নেতারা হামলাকারীদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণে দাবি জানান।

মন্তব্য করুন


Link copied