আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৫ ● ১০ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৫
‘নভেম্বর থেকে চার মাসের জন্য খুলবে সেন্টমার্টিন’

‘নভেম্বর থেকে চার মাসের জন্য খুলবে সেন্টমার্টিন’

বাংলাদেশ-কসোভো সম্পর্ক জোরদারের আহ্বান

বাংলাদেশ-কসোভো সম্পর্ক জোরদারের আহ্বান

রংপুরে সেই বাগছাস নেতার পদ স্থগিত

শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থী পেটানো
রংপুরে সেই বাগছাস নেতার পদ স্থগিত

মুন্সীগঞ্জে বাসচাপায় মাদ্রাসা ছাত্রী নিহত, বাসে আগুন বিক্ষুব্ধ জনতার

মুন্সীগঞ্জে বাসচাপায় মাদ্রাসা ছাত্রী নিহত, বাসে আগুন বিক্ষুব্ধ জনতার

‘সবগুলাকে ফাঁসি দিছি, তোদেরও ছাড়বো না’, শিক্ষার্থীদের বিষয়ে হুংকার হাসিনার

বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, রাত ১১:০৩

Advertisement

নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এএসএম মাকসুদ কামালসহ তিন জনের চারটি ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ উপস্থাপন করা হয়েছে।  

বুধবার (২৪ সেপ্টেম্বর) ৫৩তম সাক্ষীর সাক্ষ্য প্রদানের সময় এই ফোনালাপ বাজিয়ে শোনানো হয়।

এসব ফোনালাপ সরাসরিও সম্প্রচার করা হয়েছে।

এর মধ্যে গত বছরের গত ১৪ জুলাই রাত সাড়ে ১১টার সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য মাকসুদ কামাল ফোনালাপ করেন। সেই ফোনালাপে শেখ হাসিনা শিক্ষার্থীদের গ্রেপ্তার করে ফাঁসির দড়িতে ঝোলানোরও হুংকার ছাড়েন।

ফোনালাপটি হুবহু তুলে ধরা হলো।

শেখ হাসিনা: হ্যালো।
মাকসুদ কামাল: আপা, স্লামালাইকুম।

শেখ হাসিনা: হ্যাঁ, ওয়ালাইকুমস্লাম।

মাকসুদ কামাল: প্রত্যেক হল থেকে তো ছেলে-মেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে। এখন তারা রাজু ভাস্কর্যে চার পাঁচ হাজার ছেলেমেয়ে জমা হইছে। মল চত্বরে জমা হয়েছে এবং যে কোনো মুহূর্তে আমার বাসাও অ্যাটাক করতে পারে।

শেখ হাসিনা: তোমার বাসা প্রটেকশনের (নিরাপত্তা) কথা বলে দিছি।

মাকসুদ কামাল: জি জি।

শেখ হাসিনা: আগে একবার করছে...

মাকসুদ কামাল: ওই রকম একটা প্রস্তুতি...লাঠিসোঁটা নিয়ে বের হইছে।

শেখ হাসিনা: লাঠিসোটা নিয়ে বের হলে হবে না, আমি পুলিশ এবং বিডিআর হয়ে বিজিবি আর... বলছি খুব অ্যালার্ট  হয়ে থাকতে এবং তারা রাজাকার হইতে চাইছে তো, তাদের সবাই রাজাকার। কী আশ্চর্য কোন দেশে বসবাস করি।

মাকসুদ কামাল: জি জি বলতেছে...আমরা সবাই রাজাকার।

শেখ হাসিনা: তো রাজাকারের তো ফাঁসি দিছি....এবার এবার তোদেরও তাই করবো। একটাও ছাড়বো না, আমি বলে দিছি। এই এতোদিন ধরে আমরা কিন্তু বলিনি, ধৈর্য ধরছি, তারা আবার বাড়ছে।

মাকসুদ কামাল: বেশি বেড়ে গেছে এবং অতিরিক্ত বেড়ে গেছে, অতিরিক্ত... তো আপা একটু ক্যাম্পাসের নিরাপত্তাটা আরেকটু বাড়ানো....আর আমার বাসার ওইখানেও...

শেখ হাসিনা: ক্যাম্পাসের... ব্যবস্থা করছি, সমস্ত ক্যাম্পাসে বিজিবি, র‍্যাব এবং পুলিশ, সব রকম ব্যবস্থা হইছে। তোমার বাসার ভেতরে লোক রাখতে বলছি। ভেতরে কিছু রাখা আছে... এতো বাড়াবাড়ি ভালো না।

মাকসুদ কামাল: অসম্ভব এবং বিজয় একাত্তর হলে ছাত্রলীগের ছেলেদের মেরেছে। আরও দুই একটা হলে একই কাজ করেছে। ছাত্রলীগের ছেলে-পেলে সাদ্দাম, ইনান, শয়ান ওরা আমার বাসায় ছিল সন্ধ্যা থেকে। আমি খবর পাচ্ছিলাম, ওদের আমি ডেকে নিয়ে আসছি, ওরাও আসছে। ওদের সঙ্গে বসে ওদের হলে হলে যেনো ছাত্রলীগকে সংঘবদ্ধ রাখে এবং ঢাকা উত্তর, দক্ষিণকে যেন খবর দেয়। এগুলো করতে করতেই হাজার ছেলে-মেয়ে একত্র হয়ে গেছে।

শেখ হাসিনা: কোন দেশে বাস করি আমরা। এদেরকে বাড়তে বাড়তে তো... রাজাকারদের কী অবস্থা হয়েছে দেখিস নাই, সবগুলাকে ফাঁসি দিছি, এবার তোদেরও ছাড়বে না।

মাকসুদ কামাল: হ্যাঁ, এবার এই ঝামেলাটা যাক, এরপরে আমিও নিজে ধরে ধরে যারা এই অস্থিরতা সৃষ্টি করছে, মেইন যারা আছে এদের বহিষ্কার করবো ইউনিভার্সিটি থেকে।

শেখ হাসিনা: সব এইগুলাকে বাইর করে দিতে হবে... আমি বলে দিচ্ছি আজকে সহ্য করার পরে অ্যারেস্ট করবে, ধরে নেবে এবং যা অ্যাকশন নেওয়ার নেবে... কারণ ইংল্যান্ডে এরকম ছাত্ররাজনীতির জন্য মাঠে নামলো, কতগুলি মেরে ফেলায় দিলো না?

মাকসুদ কামাল: জি জি জি।

শেখ হাসিনা: ওই অ্যাকশন না নেওয়া ছাড়া উপায় নাই। আমরা এতো বেশি সহনশীলতা দেখাই... আজ এতো দূর পর্যন্ত আসছে।

মাকসুদ কামাল: এটা তো...আমরাও তো সহনশীলতা...আমি ছাত্রলীগকে বলছি যে তোমরা কোনো ধরনের ইয়ে করতে যাইও না। যেহেতু আদালতের বিষয়, আদালত নিষ্পত্তি করবে।

শেখ হাসিনা: না এ আদালত হবে না, আবার ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিছে।

মাকসুদ কামাল: আবার রাষ্ট্রপতিকে কেউ এইরকম বলে যে, ২৪ ঘণ্টার রাষ্ট্রপতিকে কেউ আল্টিমেটাম দেয় একটা দেশে।

শেখ হাসিনা: রাষ্ট্রপতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছে... বেয়াদবির একটর সীমা থাকে।

মাকসুদ কামাল: আপা, আমি আপনাকে, যদি অন্য কোনো খারাপের দিকে যায়, আমি আবার একটু জানাবো। কিন্তু রাতের বেলা জানাবো না, হয়তোবা আধা ঘণ্টা এক ঘণ্টার মধ্যে হলে জানাবো।

শেখ হাসিনা: কোনো অসুবিধা নাই...আমি আমি সবসময়ই ফ্রি।

মাকসুদ কামাল: জি জি জি ম্লামালাইকুম।

মন্তব্য করুন


Link copied