ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে দুই পরীক্ষার্থীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন কেন্দ্রে জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন সময়ে ঠাকুরগাঁও সরকারি কলেজে একজন প্রার্থীর হয়ে প্রক্সি দিতে আসা একজন এবং ইলেকট্রনিক ডিভাইসসহ আরেকজনকে হাতেনাতে আটক করা হয়।
আটক প্রক্সি প্রদানকারী হলেন মোঃ আলম (৩০)। তিনি দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার পশ্চিমপাড়া গ্রামের মইনুদ্দিনের ছেলে। পরীক্ষার হলে অন্য একজনের হয়ে পরীক্ষা দিতে গিয়ে তাঁকে আটক করা হয়।
অন্যদিকে, ইলেকট্রনিক ডিভাইস সহ আটক হন মোঃ আসাদ আলী (২৫)। তিনি ঠাকুরগাঁও সদর থানার পুরাতন ঠাকুরগাঁও আনসার ইসলাম ছেলে। পরীক্ষা চলাকালীন সময় তাঁর কাছে নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রক্সি দিতে আসা মোঃ আলমকে ১৫ দিনের কারাদণ্ড এবং ইলেকট্রনিক ডিভাইস বহনকারী মোঃ আসাদ আলীকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঠাকুরগাঁও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশাদুল হক। তিনি বলেন, “নিয়োগ পরীক্ষায় স্বচ্ছত নিশ্চিত করতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।