নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর জেলার সংসদীয় ছয়টি আসনে এবার ভোটার বেড়েছে ১ লাখ ৬৬ হাজার ৬৯৭ জন। এর মধ্যে দেড় লাখই তরুণ ভোটার। তারা এবার প্রথমবারের মতো ভোট দেবেন। তরুণ ভোটারদের ভোট ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
রংপুর জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ছয়টি আসনে মোট ভোটার সংখ্যা ছিল ২৪ লাখ ৩২ হাজার ৫০৫ জন। এর মধ্যে নারী ভোটার ছিলেন ১২ লাখ ২০ হাজার ৩৯৪ জন, পুরুষ ভোটার ছিলেন ১২ লাখ ১২ হাজার ৮৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ২৪ জন। এবার ভোটার ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন। এর মধ্যে নারী ভোটার ১৩ লাখ ৬ হাজার ৩৩৩ জন, পুরুষ ভোটার ১২ লাখ ৯২ হাজার ৮৩৮ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার ৩১ জন।
গত নির্বাচনের মতো এবারও নারী ভোটার বাড়ার সঙ্গে ভোটকেন্দ্রও বেড়েছে। গত নির্বাচনে মোট ভোটকেন্দ্র ছিল ৮৫৮টি। এবার রংপুরের আট উপজেলা মিলে জেলার ছয়টি আসনে মোট কেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭৩টিতে।
২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটার সংখ্যা বেড়েছে ১ লাখ ৬৬ হাজার ৬৯৭ জন। এর মধ্যে দেড় লাখের বেশি নতুন এবং তরুণ ভোটার। যারা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এমনটা জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রজিম।
সব মিলিয়ে দেখা গেছে, ভোটার সংখ্যা বৃদ্ধি, কেন্দ্র সম্প্রসারণ এবং তরুণ ভোটারদের সক্রিয় অংশগ্রহণ—এই তিনটি বিষয় রংপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অন্য সময়ের তুলনায় আরও গুরুত্বপূর্ণ ও ব্যতিক্রমী করে তুলেছে। নতুন এবং তরুণ ভোটাররা নির্বাচনী ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
এদিকে, রংপুরের ছয়টি আসনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, এনসিপি, বাসদ মাকর্সবাদীসহ বিভিন্ন দলের মনোনীত প্রার্থী ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন। এতে প্রার্থীসহ দলীয় নেতাকর্মী-সমর্থক ও সাধারণ ভোটারদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।