মমিনুল ইসলাম রিপন রংপুর।। রংপুরের তারাগঞ্জে কবিরাজ জাবেদ আলী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আব্দুল হামিদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে আলামত হিসেবে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো দা, একটি মোবাইল ও একটি চাদর উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার আব্দুল হামিদ নীলফামারীর সৈয়দপুর উপজেলার লক্ষণপুর চরকডাঙ্গা (ডাঙ্গাপাড়া) গ্রামের মৃত নেজাম উদ্দিনের ছেলে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সুপারের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ও অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) এর সার্বিক সহযোগিতায় জেলা পুলিশ, রংপুর এর বিভিন্ন ইউনিট ও তারাগঞ্জ থানা পুলিশ ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটনের জন্য মাঠে নামে। রংপুর জেলা পুলিশের একটি চৌকস দল ঘটনার তদন্তেপ্রাপ্ত অভিযুক্ত আব্দুল হামিদকে আজ শুক্রবার ভোররাতে সৈয়দপুরের ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে।
অভিযানের সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো দা, একটি মোবাইল ও একটি চাদর উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনার মূল রহস্য উদঘাটন করা সম্ভব হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ অভিযুক্ত হত্যার দায় স্বীকার করেছে। আসামিকে আব্দুল হামিদকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলাটি তদন্তাধীন রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য; গত বুধবার (২৪ ডিসেম্বর) তারাগঞ্জ উপজেলার ডালিয়া ক্যানেলের পাশ থেকে জাবেদ আলীর মরদেহ উদ্ধার হয়। ঘটনাটি ছিল রহস্যজনক, চাঞ্চল্যকর ও ক্লুলেস। তিনি কবিরাজি পেশার পাশাপাশি রাতের বেলা ফাঁদ পেতে বক ও বালিহাঁস শিকার করে জীবিকা নির্বাহ করতেন।