আর্কাইভ  শুক্রবার ● ২ মে ২০২৫ ● ১৯ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ২ মে ২০২৫

পূবালী ব্যাংকে চাকরির সুযোগ, পদ ৮১

মঙ্গলবার, ৭ জুন ২০২২, দুপুর ১০:২৬

Advertisement

ডেস্ক: পূবালী ব্যাংক লিমিটেড একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ জুন ২০২২। 

পদের নাম: সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, সিনিয়র প্রিন্সিপাল অফিসার (কম্পিউটার)/প্রিন্সিপাল অফিসার (কম্পিউটার)।

পদ: ৪ জন।

পদের নাম: সফটওয়্যার ডেভেলপার, সিনিয়র অফিসার (কম্পিউটার)/অফিসার (কম্পিউটার)।

পদ: ৬৫ জন।

পদের নাম: ইউআই/ইউএক্স ডিজাইনার, সিনিয়র অফিসার (কম্পিউটার)।

পদ: ৪ জন।

পদের নাম: টেকনিক্যাল রাইটার, সিনিয়র অফিসার (কম্পিউটার)।

পদ: ৪ জন।

পদের নাম: ডেটা অ্যানালিস্ট, সিনিয়র অফিসার (কম্পিউটার)।

পদ: ৪ জন।

পদগুলোতে আবেদনের যোগ্যতা ও অন্যান্য বিস্তারিত তথ্য জানতে www.pubalibangla.com/career.asp –এ ক্লিক করতে হবে। আগ্রহী প্রার্থীরা পূবালী ব্যাংকের ওয়েবসাইটের www.pubalibangla.com/career.asp মাধ্যমে আবেদন করতে পারবেন।

মন্তব্য করুন


Link copied