ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পিকআপের চাপায় (৬০) এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় সদরের চারমাইল নামক স্থানে তেঁতুলিয়া- পঞ্চগড় মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী একটি দ্রুতগামী পিকআপ ওই অজ্ঞাত নারীকে চাপা দেয়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে ফায়ার সার্ভিকে খবর দেয়া। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। তবে ঘটনার পর পরেই ঘাতক পিকআপটি পালিয়ে যায়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।