আর্কাইভ  রবিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৫ ● ৩০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৫
২৫ পদের ২০টিতেই জয়ী, ভিপি হলেন স্বতন্ত্রের জিতু

জাকসুও শিবিরের দখলে
২৫ পদের ২০টিতেই জয়ী, ভিপি হলেন স্বতন্ত্রের জিতু

নো ওয়েজ বোর্ড নো মিডিয়ার সঙ্গে একমত

নো ওয়েজ বোর্ড নো মিডিয়ার সঙ্গে একমত

জাকসু নির্বাচনেও জয়জয়কার ছাত্রশিবির সমর্থিত প্যানেলের

জাকসু নির্বাচনেও জয়জয়কার ছাত্রশিবির সমর্থিত প্যানেলের

বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই

বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই

২ বছর আগেই ছেলের মা হন বুবলী, বাবা শাকিব

বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২, বিকাল ০৭:৪১

Advertisement

ডেস্ক: শোবিজ অঙ্গনে কয়েক দিন ধরে চিত্রনায়িকা বুবলী ও তার সন্তানকে কেন্দ্র করে নানা ধরনের সংবাদ প্রকাশ হচ্ছে। গত মঙ্গলবার বুবলীর ‘বেবি বাম্প’-এর ছবি প্রকাশ্যে আসার পর শোবিজ অঙ্গনে থাকা গুঞ্জনগুলো যেন সত্যি হয়ে সামনে আসছে। সিনেমাপাড়ায় গুঞ্জন আছে, কন্যা সন্তানের মা হয়েছেন এই চিত্রনায়িকা। আর সেটি হয়েছে বছর কয়েক আগে। আর সে সময়ের ‘বেবি বাম্প’-এর ছবি এতদিন পর সামনে এনেছেন বুবলী।

তবে বুবলীর একাধিক ঘনিষ্ঠসূত্র জানিয়েছেন, মেয়ে নয় ছেলের মা হয়েছেন বুবলী। আর তার সন্তানের বাবা ঢালিউডের সুপারস্টার শাকিব খান। ছেলের নাম শেহজাদ খান। বরেণ্য নির্মাতা কাজী হায়াতের ‘বীর’ সিনেমার মুক্তির পরপরই যুক্তরাষ্ট্রে শেহজাদ খানের জন্ম হয়েছে। আর ‘বীর’ মুক্তি পেয়েছে ২০২০ সালের ফেব্রুয়ারিতে। 

নাম প্রকাশে অনিচ্ছুক বুবলীর এক ঘনিষ্ঠজন জানান, যুক্তরাষ্ট্রে বুবলীর ছেলে হয়েছে। যখন বুবলী আড়ালে ছিলেন, তখনই তিনি মা হয়েছেন। বুবলীর ছেলে শেহজাদ খানের বয়স এখন দুই বছরের ওপরে। 

খোঁজ নিয়ে জানা যায়, যুক্তরাষ্ট্র থাকা বাংলাদেশের মডেল-অভিনেত্রী নওশীন নাহরীন মৌ সেসময় বুবলীর পাশে ছিলেন। আর বুবলী ও তার সন্তানের পাশে থেকে সার্বিক সহযোগিতাও করেছেন তিনি। শুধু তাই নয়, শাকিব খানকে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি নিয়ে দেওয়ার পেছনেও নওশীনের অবদান অনেক। তার গ্রিন কার্ড পাওয়ার সব সহযোগিতা করেছেন এই মডেল-অভিনেত্রী।  

এদিকে, ২০১৭ সালে বুবলী তার ফেসবুকে একটি ছবি প্রকাশ করেন। আর ক্যাপশনে লিখেছিলেন, ‘ফ্যামিলি টাইম’। সেই ছবিতে বুবলী বোন ও দুলাভাইয়ের সঙ্গে বসে আছেন শাকিব খান। এখন নেটিজেনদের ধারণা ছিল, শাকিব-বুবলীর সম্পর্কের শুরুটা সেখান থেকেই। তবে সত্যটি তা নয়, বুবলীর রূপালি পর্দায় পা রাখার আগে থেকেই শাকিব খানের সঙ্গে তার পরিচয়। শাকিব খানই তাকে নিয়ে আসে রূপালি ভুবনে। ২০১৬ সালে ‘বসগিরি’ ও ‘শুটার’ সিনেমা দিয়ে শোবিজে বুবলীর আত্মপ্রকাশ। এরপর এই জুটি উপহার দিয়েছেন বেশ কিছু সিনেমা।

যদিও অভিনয়ের ভুবনে পা রাখার কোনো আগ্রহই ছিল না বুবলী ও তার পরিবারের। তারপরও কিসের মোহে বুবলী সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন তা জানা নেই কারো। এ নিয়ে পরিবারের সঙ্গেও অনেক মতবিরোধ হয়েছে তার। আর বর্তমান সময়ের ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে তার পরিবারও বেশ উদ্বিগ্ন।

মন্তব্য করুন


Link copied