স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতি এবং খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
আজ শনিবার(১১ মার্চ) বেলা ১১টার দিকে শহরের পৌর সুপার মার্কেটে অবস্থিত জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন শেষে সেখানে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা দেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।
এসময় জেলা বিএনপির সভাপতি আ,খ,ম আলমগীর সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহুরুল আলম, সহ-সভাপতি মীর সেলিম ফারুক, মোস্তফা হক প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী আক্তারুজ্জামান, পৌর বিএনপির সভাপতি মো. মাহবুব উর রহমান, সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী, জেলা যুবদলের সভাপতি শাহাদাৎ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মারুফ পারভেজ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। দেশ রেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। বিএনপির সকল নেতা-কর্মীর বিরুদ্ধে যে গায়েবী ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে হবে।