আর্কাইভ  শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫ ● ২৫ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫
রংপুরের পীরগাছায় একমাসে ১২টি ট্রান্সফরমার চুরি

রংপুরের পীরগাছায় একমাসে ১২টি ট্রান্সফরমার চুরি

৪৯তম বিসিএসের প্রশ্নে শহীদ আবু সাঈদ, আলোচিত ‘আয়নাঘর’

৪৯তম বিসিএসের প্রশ্নে শহীদ আবু সাঈদ, আলোচিত ‘আয়নাঘর’

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

পঞ্চগড় সীমান্তে বিএসএফের বোমা নিক্ষেপ, বাংলাদেশী আহত!

বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩, রাত ০৯:৫৯

Advertisement

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সীমান্ত এলাকায় বিএসএফের ছোড়া ককটেল সাদৃশ্য নন মিথাল বোমার আঘাতে রবিউল ইসলাম (৫৫) নামে এক বাংলাদেশী কৃষক আহত হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ এপ্রি) দুপুরে আটোয়ারী উপজেলার সোনাপাতিলা বিওপির সীমান্ত এলাকায় এ ঘটনাটি ঘটে। এসময় আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে অবস্থা গুরুত্বর দেখে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

জানা যায়, আহত কৃষক রবিউল ওই এলাকার ঝড়ু মোহাম্মদের ছেলে।

জানা যায়, দুপুরে আটোয়ারীর সোনাপাতিলা বিওপি ও ভারতের ভাইরা পাড়া সীমান্ত এলাকায় বাংলাদেশের ভেতরে নিজ মরিচ ক্ষেতের পাশের জমিতে পলিথিন কাগজে পাঁকা মরিচ শুকাতে দেন রবিউল ইসলাম নামে ওই কৃষক। পরে ভারতের ৫/৬ জন বিএসএফ সদস্য ওই কৃৃষকের মরিচ তুলে নিয়ে যেতে শুরু করে। এসময় বাধাঁ দিলে বিএসএফ সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওই কৃষকের দিকে উদ্দ্যেশ্য করে গুলি সাদৃশ্য কিছু একটা নিক্ষেপ করে। এসময় আঘাত পেয়ে ঘটনাস্থলে মাটিয়ে লুটিয়ে পড়ে চিৎকার করতে থাকেন তিনি। পরে পরিবারের সদস্যরা এসে কৃষক রবিউলকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।

পঞ্চগড়-১৮ বিজিবির সিও লে. কর্নেল মাহফুজুল হক নন মিথাল বোম নিক্ষেপে আহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে প্রতিবাদ জানানো হবে। 

মন্তব্য করুন


Link copied