স্টাফরিপোর্টার,নীলফামারী॥ জেলার সৈয়দপুর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে দুগ্ধ উৎপাদনকারী খামারিদের মাঝে ক্রিম সেপারেটর মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(১৮ মে) দুপুরে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) মাধ্যমে এসব ক্রিম সেপারেটর মেশিন দুইটি খামারীর মাঝে বিতরণ করা হয়।
উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর আয়োজিত বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন দুইটি খামারী প্রতিষ্ঠানকে ওই ক্রিম সেপারেটর মেশিনগুলো প্রদান করেন। খামারী দুটো হলো সৈয়দপুর শহরের নয়াটোলা এলাকার খামারী সাহিদ আজিজ ও বাঁশবাড়ী এলাকার খামারী রাহিনুর বেগম।
এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রাণি সম্পদ কার্যালয়ের ট্রেনিং অফিসার ডা. মো. রাশেদুল হক ও সৈয়দপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. শ্যামল কুমার রায় প্রমুখ।