স্টাফরিপোর্টার,নীলফামারী॥ জেলা সদরের বারো বছরের শিশু শাহরিয়ার শিহাব হত্যার ঘটনায় খুনিদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবীতে মানববন্ধন করা হয়। সোমবার(৫ জুন) বেলা ১২টায় জেলা শহরের আনন্দ বাবুরপুল এলাকায় নিহত শিহাবের সহপাঠি ও এলাকাবাসী এই মানববন্ধন করে। এ সময় নীলফামারী ক্যাডেট একাডেমি স্কুলের শিক্ষার্থী ৩০ মিনিট নীলফামারী-জলঢাকা সড়ক অবরোধ করে রাখে। পাশাপাশি দ্রুত আসামী গ্রেপ্তার ও বিচারের দাবি তুলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন শিহাবের সহপাঠীরা। মানববন্ধনে নীলফামারী ক্যাডেট একাডেমির শিক্ষকরাও অংশ নেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন নীলফামারী ক্যাডেট একাডেমীর প্রধান শিক্ষক জুবায়ের হোসেন সুজন, শিক্ষক শাহজাহান আলী, ওবায়দুর রহমান, ওই বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী অনন্তর, সজিব ইসলাম, সিহাবের সহপাঠী পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বিজয় কৃষ্ণ দাস, রাফিদ হাসান সহ আরো অনেকে।
হত্যার শিকার শাহরিয়ার শিহাব জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সরকারের মোড় গ্রামের এরশাদুল হক ও শাহানাজ আক্তার দম্পত্তির ছেলে ও নীলফামারী ক্যাডেট একাডেমির পঞ্চম শ্রেনীর ছাত্র ছিল।
চলতি বছরের ৪ মার্চ বিকালে নিখোঁজ হয়েছিল শাহরিয়ার শিহাব। পরের দিন ৫ মার্চ বাড়ির অদুরে ধান ক্ষেতে বালুচাপা অবস্থায় তার লাশ পাওয়া যায়। এই হত্যাকান্ডের ঘটনায় প্রতিবেশি কয়েকজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন শিহাবের বাবা। মামলাটি তদন্তের দায়িত্ব নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রংপুর। তবে পিবিআই দায়িত্ব নেওয়ার প্রায় তিন মাস পেরিয়ে গেলেও এখনো কোন আসামী গ্রেপ্তার না হওয়ায় আন্দোলন করে সিহাবের সহপাঠী ও শিক্ষক ও স্থানীয়রা।
এবিষয়ে রংপুর পুলিশ সুপার (পিবিআই) এবিএম জাকির হোসেন জানান, মামলাটি জোড়ালো ভাবে তদন্ত করা হচ্ছে। খুব শীঘ্রই এ ঘটনায় ভালো একটি রেজাল্ট দিতে পারব।