স্টাফরিপোর্টার,নীলফামারী॥ বিভিন্ন চুরি ও মাদকের ৩১ মামলার পলাতক আসামি মনিরুল ওরফে মনিউল ওরফে মনিরকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার(২১ অক্টোবর) রাতে গোপস সংবাদে নীলফামারীর ডোমর থানাপুলিশ অভিযান চালিয়ে ডোমারের ছোটরাউতা এলাকা হতে গ্রেপ্তার করে। মনির এ জেলার কিশোরীগঞ্জ উপজেলার পানিয়ালপুকুর এলাকার মৃত এমদাদুল হকের ছেলে। গ্রেপ্তারের সময় পুলিশ তার কাছে দুই পুড়িয়া হেরোইন ও হেরোইন সেবনের আলামত উদ্ধার করে।
ডোমার থানার ওসি মাহমুদ উন নবী জানান, আসামীকে রবিবার(২২ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে জেলাকারাগারে প্রেরণ করা হয়। ওসি আরও জানান, আসামি মনির আন্তজেলা চোরচক্রের একজন সক্রিয় সদস্য এবং রংপুর বিভাগের বিভিন্ন আদালতে তার নামে সর্বমোট ৩১টি মামলা বিচারাধীন রয়েছে।