মমিনুল ইসলাম রিপন: রংপুরের ছয়টি আসনের মধ্যে দুটি আসনে প্রার্থিতা প্রত্যাহার করেছে আওয়ামী লীগ। এছাড়াও জাকের পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটসহ আরো আটজন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
শুক্রবার বিকেল চারটায় এক ব্রিফিংয়ে রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জানান, রংপুর ১ আসনে আওয়ামী লীগের প্রার্থী এডভোকেট রেজাউল করিম রাজু, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের সবুজ মিয়া, স্বতন্ত্র লন্ডন প্রবাসী আওয়ামী লীগ নেতা মঞ্জুম আলি, রংপুর ২ আসনে স্বতন্ত্র ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি সুমনা আক্তার লিলি, জাকের পার্টির আশরাফুজ্জামান, রংপুর_৩ আসনে নৌকার প্রার্থী তুষার কান্তি মন্ডল, জাকের পার্টির লায়লা আনজুমান আরা বেগম, রংপুর ৪ আসনে আওয়ামী লীগের ডামি প্রার্থী হাকিবুর রহমান মাস্টার,৫ আসনে জাকের পার্টির শামীম মিয়া এবং ৬ আসনে জাকের পার্টির বেদারুল ইসলাম মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। মোট ৪৬ জনের মনোনয়ন বৈধ হয়েছিল ছয়টি আসনে। প্রত্যাহারের পর থাকলেন ৩৬ জন। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন এর মধ্যে নৌকার দুই প্রার্থী কেন্দ্রীয়ভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনে রংপুর ২, ৫ এবং ৬ আসনে আওয়ামী লীগের সাথে লাঙ্গল ছাড়াও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী থাকলেন। এছাড়াও রংপুরের ছয়টি আসনের কোন আসনেই প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেননি।