স্টাফ রিপোর্টার: রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ মাঠে শিল্প ও বাণিজ্য মেলা চালু হতে যাচ্ছে।এই মেলা বন্ধের দাবিতে রংপুরে সাধারণ ব্যবসায়ীরা রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার কাছে স্মারকলিপি প্রদান করেছেন ব্যবসায়ীরা।
বুধবার (২৪ জানুয়ারী) দুপুরে রংপুরের সাধারণ ব্যবসায়ীরা শিল্প ও বাণিজ্য মেলা বন্ধের দাবিতে স্মারকলিপি রসিক মেয়রের পক্ষে গ্রহণ করেন প্যানেল মেয়র-১ মাহবুবার রহমান মঞ্জু।স্মারকলিপি প্রদানকালে কাউন্সিলর আব্দুল গফ্ফার, রেজওয়ান, মহিলা কাউন্সিলর মনোয়ারা সুলতানা মলি ও সাধারণ ব্যবসায়ীদের মধ্যে জাকির, শাহিন, রশিদ, লিমন, মোরশেদ, মিথুন, রুবেল, লাবু, মিজানুর সহ সাধারন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এ সময় প্যানেল মেয়র-১ বলেন, আমরাও চাই শিল্প ও বাণিজ্য মেলা যেন এতো ঘন-ঘন না হয় এতে করে সাধারন ব্যবসায়ীদের ক্ষতি হয়। মেয়র মহোদয়ের সাথে এ ব্যাপারে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে।
মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, কয়েকদিন আগে মাসব্যাপী মেলা হয়ে গেলো, আবারো শিল্প ও বাণিজ্য মেলা হতে যাচ্ছে। এতে করে আমার রংপুরের সাধারন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে।আমিও চাই মেলা যেনো ঘনঘন না হয়। দেখি কথা বলে কি করা যায়।
উল্লেখ্য- গত ২১ জানুয়ারী মেলা বন্ধের দাবিতে রংপুর মেট্রোপলিটন কমিশনার, জেলা প্রশাসক,চেম্বার অব কমার্স সহ বিভিন্ন দপ্তরে সাধারন ব্যবসায়ীরা স্মারকলিপি প্রদান করেছেন।