স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার স্বপ্ন প্রকল্পের ২য় পর্যায়ের উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন বিষয়ক এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব ও স্বপ্ন প্রকল্প (২য় পর্যায়) এর জাতীয় প্রকল্প পরিচালক আবু সেলিম মাহমুদ-উল হাসান। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফারুক-আল-মাসুদ, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, ইউএনডিপি স্বপ্ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ের আঞ্চলিক সমন্বয় বিশে¬ষক মোঃ আহমাদুল কবীর আকন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, 'স্বপ্ন প্রকল্প, মাননীয় প্রধানমন্ত্রীর একটি অগ্রাধিকার প্রকল্প। এই প্রকল্পের উপকারভোগী শতভাগই হত দরিদ্র নারী। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা করেছিলেন ঘরে ঘরে চাকুরী প্রদান করবেন। এই প্রকল্পটি শতভাগই হত দরিদ্র নারীদের চাকুরী প্রদানের প্রকল্প। উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ায় ”জিরো টলারেন্স” নীতি অনুসরণ করতে হবে। এর কোন প্রকার ব্যত্যয় হবেনা।'
তিনি আরও বলেন, 'স্বপ্ন প্রকল্পের ১ম পর্যায় যেভাবে স্বচ্ছতা ও সফলতার সাথে বাস্তবায়িত হয়েছে, ২য় পর্যায় আরোও সফলতার সাথে বাস্তবায়িত হবে এবং কাঙ্খিত ফলাফল অর্জিত হবে।'
কর্মশালায় ইউএনডিপি স্বপ্ন প্রকল্পের জেলা ব্যবস্থাপক মোহাম্মুদুল হক মুকুল, ঠাকুরগাঁও ইএসডিও স্বপ্ন এর ফোকাল জামিনি কুমার রায়, নীলফামারী ইএসডি স্বপ্ন প্রজেক্ট কোর্ডিনেটর শামসুল আলম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।