আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

রংপুরের শ্যামাসুন্দরী খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন ও সাইকেল র‌্যালি

বুধবার, ৫ জুন ২০২৪, দুপুর ০৪:৪৭

Advertisement Advertisement

সংবাদ বিজ্ঞপ্তি: ৫ জুন ২০২৪, রংপুর : আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদ্যাপন উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), রংপুরের উদ্যোগে এক মানববন্ধন এবং সাইকেল র‌্যালির আয়োজন করা হয়। আজ সকাল নয়টায় রংপুরের সুরভী উদ্যানের সামনে দখলমুক্ত হোক শ্যামাসুন্দরী খাল: চাই স্বচ্ছ, জবাবদিহি ও কার্যকর পদক্ষেপ এ দাবিতে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
 
সরকারিভাবে এবারের পরিবেশ দিবসের প্রতিপাদ্য হলো-করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের সহনশীলতা।” প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধনে সনাকের আহবানে নগরের বিভিন্ন বয়সী নাগরিকগণ সম্পৃক্ত হয়ে এ দাবীতে সংহতি প্রকাশ করেন। এ সময় বক্তব্য রাখেন সনাক, সনাক সভাপতি ড. শাশ্বত ভট্টাচার্য সহ-সভাপতি প্রফেসর মো: শাহ আলম, সনাক সদস্য অ্যাডভোকেট এ এ এম মুনীর চৌধুরী, মোশফেকা রাজ্জাক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিজানুর রহমান তালুকদার, তরুন প্রতিনিধি মোহাম্মদ সাইদুর জামান বাপ্পী প্রমুখ। বক্তারা রংপুরের পরিবেশ রক্ষায় নাগরিক সচেতনতার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করে শ্যামাসুন্দরী খালের দ্রুত সংস্কার, অবৈধভাবে দখল উচ্ছেদের প্রতি জোর দাবী জানান। শ্যামাসুন্দরী খালের পাশাপাশি কেডি খালের সংস্কারে যথাযথ উদ্যোগ গ্রহণের আহবান করেন। এ সময় অংশগ্রহণকারীগণ পরিবেশ রক্ষায় নাগরিক সচেতনতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বচ্ছ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহবানে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। মানববন্ধন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সনাক সহ-সভাপতি নাফিসা সুলতানা, সনাক সদস্য সামসাদ বেগম, মো: সিদ্দিকুর রহমান, মো: জাহাঙ্গীর আলম, মাছুদা রহমান অনু, নিশাত আরা বেগম, এডভোকেট দিলরুবা রহমান, মোহাম্মদ শাহজাহান, টিআইবি’র রংপুরের ক্লাস্টারের কোঅর্ডিনেটর কমল কৃষ্ণ সাহা। উক্ত আয়োজনে সনাকের ইয়েস সদস্যবৃন্দ, এসিজি সদস্যবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের, বয়সের ও সংগঠনের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন এবং অধিকার আদায়ে নিজ নিজ অবস্থানে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
 
মানববন্ধন শেষে সনাক এর উদ্যোগে তরুণদের অংশগ্রহণে এক সাইকেল র‌্যালির আয়োজন করা হয়। উক্ত র‌্যালি সুরভি উদ্যান থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুরের পূর্ব গুপ্তপাড়া সনাক কার্যালয়ে সমাপ্ত হয়।

মন্তব্য করুন


Link copied