রাজনীতির ছত্রচ্ছায়ায় বিপুল সম্পদের মালিক
খোঁজ নিয়ে জানা যায়, তরুণ কুমার বগুড়া শহরের দত্তবাড়ি পানির ট্যাংকি লেনে গৌরগোপাল কুণ্ডুর কাছ থেকে ছয় শতক জায়গা কিনে সেখানে পাঁচতলা বাড়ি নির্মাণ করেছেন। বর্তমানে সেখানেই পরিবারসহ বসবাস তরুণ কুমার চক্রবর্তী ও তাঁর অন্য ভাইদের। এ বাড়ির বর্তমান বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা। বছর চারেক আগে প্রতিবেশী গোরা চাঁদের কাছ থেকে দোতলা ভবনসহ সাড়ে চার শতক জায়গা কেনেন তরুণ কুমার। ছয়তলায় সম্প্রসারণের পর বাড়িটি ভাড়া দিয়েছেন তিনি। ভবনসহ এ জায়গার বাজারমূল্য আনুমানিক চার কোটি টাকা। শহরের শিববাটি শাহি মসজিদ লেনে ছয় শতক জমিতে টিনশেডের আরও দুটি বাড়ি রয়েছে তরুণ কুমারের। এ দুটি বাড়ির বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।
এ ছাড়া বগুড়া শহরের ব্যস্ততম দত্তবাড়ি শহীদ তারেক সড়কে দোতলা ভবনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছিল। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতার আসার পর তরুণ কুমার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ভবনসহ ১৪ শতক জায়গা কেনেন। সম্প্রতি সেখানে গিয়ে দেখা যায়, ভবনটি ছয়তলা পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। ওই ভবনে তন্ময় ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল, তন্ময় কমিউনিটি সেন্টার ও লিলিয়ান চায়নিজ রেস্তোঁরার অবস্থান। জায়গা-অবকাঠামোসহ এর বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা।
তন্ময় কমিউনিটির পাশেই ১৪ শতক জমিতে চারতলা ভবন। সেখানে তরুণ কুমারের ভোগ্যপণ্যের পরিবেশক প্রতিষ্ঠানের কার্যক্রম চলে। জায়গাসহ এ ভবনের বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা। এ ছাড়া শহরের দত্তবাড়ি শতাব্দী পেট্রলপাম্পের পাশে প্রধান সড়কে যৌথ মালিকানায় আছে ২১ শতক জায়গা। এ জায়গার বাজারমূল্য অন্তত ২১ কোটি টাকা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এ জায়গায় হিন্দু পরিবারের বসতভিটা ছিল। আওয়ামী লীগের প্রভাবশালী স্থানীয় এক নেতাকে সঙ্গে নিয়ে ওই জায়গা দখল করেন তরুণ কুমার।
শহরের ঝাউতলা এলাকায় প্রধান সড়কের পাশে এসডি কমপ্লেক্সে আছে তন্ময় হার্ডওয়্যার। শহরের সাতমাথায় এমএ খান লেনে আছে অর্পিত সম্পত্তিতে তন্ময় ইলেকট্রনিকস, তন্ময় কনফেকশনারি এবং দেশি মদের বিক্রয়কেন্দ্র সিএস শপ (বসন্ত আয়ুর্বেদ)। শহরের নিউমার্কেটের দোতলায় তরুণ কুমারের একটি তৈরি পোশাকের দোকান আছে বলেও স্থানীয় লোকজন জানান। শহরতলির সাবগ্রাম এলাকায় ৬২ শতক জায়গাজুড়ে তিনি গড়ে তুলেছেন সেমাই ও বিস্কুট-চানাচুর উৎপাদনের কারখানা (তন্ময় ফুড অ্যান্ড কনফেকশানারি)। পাশেই বিশাল এলাকাজুড়ে খামারবাড়ি।