স্টাফ রির্পোটার,নীলফামারী॥ সড়ক দুর্ঘটনায় আহত আব্দুর রহমান (৪০) নামে এক আটো চালক শনিবার(৩০ নভেম্বর) দুপুরে নীলফামারীর ডিমলা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ডিমলা উপজেলা বালাপাড়া ইউনিয়নের রূপাহারা গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।
বালাপাড়া ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের পক্ষে জানানো হয় গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) নীলফামারী জেলা শহরের চৌরঙ্গী মোটর সাইকেলের সাথে অটোবাইকের ধাক্কায় চালক আব্দুর রহমান গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে নীলফামারী আধুনিক হাসপাতালে ভর্তি করে। পরে পরিবারের লোকজন তাকে ডিমলা হাসপাতালে নিয়ে যায়। ডিমলা হাসপাতালের চিকিৎসাধীন থাকা অবস্থান শনিবার দুপুরে মৃত্যু বরন করেন।