নিউজ ডেস্ক ; জানা গেছে, রাত একটার দিকে সচিবালয়ের ৭ নম্বর ভবনের ডাক ও টেলিযোগাযোগ, এলজিআরডি এবং সড়ক পরিবহন মন্ত্রণালয়ে আগুন লাগে।
এ ঘটনার পর সচিবালয় এবং এর আশপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আগে থেকে থাকা সেনা ও পুলিশের সাথে মোতায়েন করা হয়েছে বিজিবি সদস্য। সচিবালয়ে একটি খোলা রেখে অন্যগুলো গেট বন্ধ রাখা হয়েছে। আগুনের ঘটনায় আতঙ্কিত কর্মকর্তা-কর্মচারীরা। সচিবালয়ে কর্মরতদের ছাড়া বর্তমানে সাংবাদিকসহ অন্য কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।