আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

মাদকবিরোধী আন্দোলনে ছাত্রদের নীলফামারীর ডিমলায় আগামীকাল ব্লকেড কর্মসূচি

মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, রাত ১০:০২

ফাইল ছবি

Advertisement Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর ডিমলা উপজেলা সীমান্তে মাদক ব্যবসার মূলহোতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আগেই তাদের জামিনে মুক্তি পাওয়ায় এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। মাদকবিরোধী আন্দোলনে অংশ নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিদের ওপর হামলা ও হত্যার হুমকির প্রতিবাদে আগামীকাল বুধবার (২২ জানুয়ারী) ডিমলায় সর্বাত্মক ব্লকেড কর্মসূচি পালিত হবে। এই কর্মসূচিতে ডিমলা উপজেলার বিভিন্ন সড়ক ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করবেন শিক্ষার্থীরা। 
আজ মঙ্গলবার (২১ জানুয়ারী) রাতে ডিমলা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই কর্মসূচি ঘোষণা করেছে। 
জানা গেছে, ভারতীয় সীমান্ত দিয়ে চোরাচালানের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেওয়ায় মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের হাতে হামলার শিকার হয়েছেন নীলফামারী সরকারি কলেজের এমবিএ শিক্ষার্থী এবং জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মো. রেজাউল করিম নামে এক শিক্ষার্থী। রেজাউল করিম উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ভারতীয় সীমান্ত ঘেঁষা ঘাটের পাড় গ্রামের বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে। এ ঘটনায় ডিমলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় চিহ্নিত মাদক ও অবৈধ গরু ব্যবসায়ী পিয়ারুল ইসলাম, নুর আলম, নুর ইসলামসহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়। তবে, মাদক ব্যবসার মূলহোতাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণের আগেই তাদের জামিনে মুক্তি পাওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
মামলার বাদী ও ভুক্তভোগী মো. রেজাউল করিম বলেন, আমরা শিক্ষার্থীরা মিলে নীলফামারীতে স্বৈরাচারবিরোধী আন্দোলন করেছি। স্বৈরাচার পতনের পর এলাকায় ফিরে দেখি, ভারতীয় সীমান্ত দিয়ে চোরাকারবারি এবং মাদক ব্যবসার বিস্তার ঘটছে। বিষয়টি বালাপাড়া বিজিবি কমান্ডারকে জানাই, কিন্তু কোনো প্রতিকার না পেয়ে গত ১৯ জানুয়ারি ফেসবুকে একটি পোস্ট দিই। পোস্টে উল্লেখ করি, আজ(১৯ জানুয়ারী) সকাল ৬টার দিকে পশ্চিম ছাতনাই এলাকায় ভারত থেকে অবৈধ গরু ও মাদক আনার সময় চোরাকারবারিদের লক্ষ্য করে ভারতীয় বিএসএফ গুলি চালায়। এরপর বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে সীমান্ত এলাকায় স্থানীয় বাসিন্দারা যেন আর না যায়। এই ঘটনা মাদক ব্যবসায়ীদের রোষানলে পড়ার মূল কারণ বলে তিনি মনে করেন। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে রেজাউল করিমের এই সাহসী অবস্থানকে এলাকাবাসী প্রশংসা করলেও, তার উপর হামলার ঘটনায় সবার মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডিমলা উপজেলা প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদ জানান, পশ্চিম ছাতাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ বাজারে মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানের দাবি জানানো হয়েছে। তিনি অভিযোগ করেন, ডিমলা উপজেলায় মাদকের মূলহোতা গ্রেপ্তারের পূর্বেই জামিনে মুক্তি পাওয়ায় মাদকবিরোধী কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া মাদকের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে অবস্থান নেওয়া ছাত্র প্রতিনিধি ও আন্দোলনকারীদের ওপর হামলা এবং হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন। 

মন্তব্য করুন


Link copied