আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

শত্রুতার জের: রাতারাতি খামারের ১২০০ মুরগি নিধন

শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, রাত ০৮:৪৫

Advertisement Advertisement

দিনাজপুর প্রতিনিধি : শত্রুতার জের ধরে দিনাজপুরের হিলিতে রাতারাতি একটি খামারে প্রায় ১২০০ পোল্ট্রি মুরগি নিধন করেছে দুর্বৃত্তরা। 
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলির দক্ষিণ বাসুদেবপুর (মহিলা কলেজ পাড়ায়) নোমান ও মুন্না দুই ভাইয়ের খামারে এঘটনা ঘটে।
 
খামারটিই ছিলো তাদের একমাত্র আয়ের উৎস। মুরগি হারিয়ে এখন তারা প্রায় নিঃস্ব ।  ক্ষতিগ্রস্ত খামারটি পরিদর্শন করেছেন, হাকিমপুর  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শফিউল ইসলাম।
 
খাদ্যের সঙ্গে বিষাক্ত কোনকিছু  মিশিয়ে তা খামারে  দেওয়ায় সেগুলো খাওয়ার  কারণে এসব মুরগির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা এই কর্মকর্তার। 
মুরগি খামারি লোমান ও মুন্না জানায়,দুই ভাইয়ের খামারে ছিলো ১৫ দিন বয়সের প্রায় ২ হাজার পোল্ট্রি মুরগি। বৃহস্পতিবার রাত ১২ টা পর্যন্ত খামারে মুরগিগুলো সুস্থ দেখেছেন খামার শ্রমিকরা। পরে শুক্রবার সকাল ৮টায় খামার শ্রমিক গিয়ে দেখতে পাই প্রায় সব মুরগি মরে পরে আছে। দীর্ঘদিন যাবৎ এই খামার করেই জীবিকা নির্বাহ করে আসছেন এই দুই ভাই। রাতারাতি মুরগিগুলো নিধন করায় তাদের মাথায় হাত পড়েছে তাদের।
খামার শ্রমিক মোকাররম  বলেন, আমরা এই খামারে অনেক দিন ধরে কাজ করে আসছি। এখান থেকেই আমার সংসার চলে। গতকাল সন্ধ্যার পর থেকে কয়েকবার মুরগিকে খাদ্য-খাবার দিয়েছি। আমি রাত পর্যন্ত একটি মুগিরও অসুস্থ দেখিনি। আজ সকাল ৮ টায় খামারে গিয়ে দেখি প্রায় সব মুরগি মরে পড়ে আছে। তখন এলাকাবাসী সহ খামার মালিককে খবর দেয়।
 
এলাকাবাসী রফিকুল ইসলাম  বলেন, নোমান ও মুন্না দুই ভাই দীর্ঘদিন ধরে মুরগি খামার করে জীবিকা নির্বাহ করে আসছে। আজ ভোররাতে কে বা কাহারা তাদের খামারের মুরগিগুলো ধ্বংস করেছে, এটা মোটেই ঠিক করেনি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। 
 
খামারী মুন্না বলেন, গতকাল রাত ৮টায় খামারে মুরগি আমি ভাল দেখে এসেছি। আজ সকালে খবর পেয়ে গিয়ে দেখি আমার খামারের প্রায় মুরগি মরে পড়ে আছে। রাতে খামারের সব পর্দা ফেলানো ছিলো। সকালে বেশ কয়েক জায়গার পর্দা উঠানো। পর্দার পাশে বিষের গন্ধ এবং এই পাশের সকল মুরগিই মারা গেছে। আমার এতো বড় ক্ষতি কে করলো? আমি এর বিচার চাই।  
তবে আমাদের দুই ভাইয়ের সঙ্গে কয়েকজনের শত্রুতা রয়েছে। ধারনা করছি,তারাই এ জঘন্য ঘটনা ঘটিয়েছে।
 
এবিষয়ে হাকিমপুর (হিলি) উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শফিউল ইসলাম বলেন, সকালে খামারি খবর দিলে আমি আমার সহকারীকে সাথে নিয়ে ঘটনাস্থলে আসি। মৃত মুরগির পোস্টমর্টেম করি। তবে তাদের শরীরে কোন রোগের আলামত পাইনি। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে বিষাক্ত কিছু প্রয়োগ করা হয়েছে। আমরা ঢাকায় এর আলামত পরীক্ষা-নিরীক্ষা করার জন্য পাঠাবো।

মন্তব্য করুন


Link copied